• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বৌভাতে ভূতের সাজে নায়িকা! ‘ইচ্ছে পুতুল’এ মেঘের চড়া মেকআপ দেখে  খিল্লি শুরু দর্শকদের

Published on:

Ichhe Putul Megh loud makeup Mayuri trolled on social media

ইদানিং টেলিভিশনের পর্দায় নিত্যনতুন বাংলা সিরিয়ালের (Bengali Serial) মেলা। তবে ভীড়ের মধ্যেই কিন্তু বিশেষ ভাবে নজর কাড়ছে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় সিরিয়াল ‘ইচ্ছেপুতুল’ (Iccheputul)। অল্পদিনেই দর্শকমহলে বেশ জাঁকিয়ে বসেছে  এই সিরিয়াল।

শুরু থেকেই দেখা যাচ্ছে এই ‘ইচ্ছে পুতুল’ সিরিয়ালটি দুই বোন মেঘ আর ময়ূরীর (Megh-Mayuri) কাহিনীকে কেন্দ্র করেই এগিয়ে চলেছে। সব সিরিয়ালের মতো এই সিরিয়ালেও নায়ক নায়িকা মেঘ আর সৌরানীলের (Souroneel) জীবনে রয়েছে এক দাপুটে খলনায়িকা ময়ূরী। আর দুর্ভাগ্যবশত সম্পর্কে সে নায়িকা মেঘের নিজের দিদি হয়।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,ইচ্ছেপুতুল,Iccheputul,মেঘ,Megh,ময়ূরী,Mayuri,সৌরানীল,Souroneel,চড়া মেকআপ,Loud Makeup,নতুন ট্রেন্ড,New Trend,ট্রোলড,Trolled,সোশ্যাল মিডিয়া,Social Media

এই সিরিয়াল না দেখলে বোঝা যায় না কারও নিজের দিদিও এতটা বদমাশ হতে পারে। সিরিয়ালটির নিয়মিত দর্শকরা তো ভালোই জানেন ছোট থেকেই ময়ূরী মেঘের ওপর নির্ভরশীল। মেঘের রক্ত ছাড়া যখন তখন প্রাণ সংশয় হতে পারে ময়ূরীর।  কিন্তু তারপরের বোনের প্রতি এক বিন্দু কৃতজ্ঞতা তো দূরের কথা উল্টে সারাক্ষন মেঘকে বিপদে ফেলার চেষ্টায় থাকে ময়ূরী।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,ইচ্ছেপুতুল,Iccheputul,মেঘ,Megh,ময়ূরী,Mayuri,সৌরানীল,Souroneel,চড়া মেকআপ,Loud Makeup,নতুন ট্রেন্ড,New Trend,ট্রোলড,Trolled,সোশ্যাল মিডিয়া,Social Media

সদ্য ধারাবাহিকে সৌরানীলের সাথে বিয়ে হয়েছে মেঘের। আর তারপর থেকে যেন বোনের ওপর অত্যাচারের মাত্রা যেন দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে ময়ূরী। সৌরানীলের সাথে নিজের বিয়ে না হওয়ার রাগে বোনের শশুরবাড়িতে এসেও তাঁকে অপদস্থ করার কোনো সুযোগই হাতছাড়া করছে না ময়ূরী।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,ইচ্ছেপুতুল,Iccheputul,মেঘ,Megh,ময়ূরী,Mayuri,সৌরানীল,Souroneel,চড়া মেকআপ,Loud Makeup,নতুন ট্রেন্ড,New Trend,ট্রোলড,Trolled,সোশ্যাল মিডিয়া,Social Media

প্রসঙ্গত এখনকার বাংলা সিরিয়ালের নতুন ট্রেন্ড বৌভাতের দিন খলনায়িকারা যেনতেন প্রকারেণ নায়িকাদের চাঁদপানা মুখটাকে অতিরিক্ত মেকআপ করিয়ে সঙ সাজিয়ে এনে শশুড়বাড়ির লোকের সামনে যাচ্ছেতাই ভাবে অপদস্থ করে। ইতিপূর্বে স্টার জলসার ‘এক্কা দোক্কা’র রাধিকা কিংবা জি বাংলার ‘রাঙা বৌ’তে পাখিকে এই ধরণের চড়া মেকআপ করতে দেখা গিয়েছিল।

এবার সেই ট্রেন্ডেই গা ভাসাল জি বাংলারই ইচ্ছেপুতুল সিরিয়ালের মেঘ-ময়ূরী। নিজের বোনকেই সবার সামনে অপদস্থ করতে এবার ইচ্ছা করেই অতিরিক্ত চড়া মেকআপ করিয়ে একেবারে সঙ সাজিয়ে দিয়েছে ময়ূরী। যা দেখে আত্মীয় স্বজন সবাই প্রকাশ্যে মেঘকে নিয়ে হাসাহাসি শুরু করে দিয়েছে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,ইচ্ছেপুতুল,Iccheputul,মেঘ,Megh,ময়ূরী,Mayuri,সৌরানীল,Souroneel,চড়া মেকআপ,Loud Makeup,নতুন ট্রেন্ড,New Trend,ট্রোলড,Trolled,সোশ্যাল মিডিয়া,Social Media

শাশুড়ি থেকে শুরু করে স্বামী সৌরানীলও কথা শোনাতে ছাড়েনি মেঘ কে। অন্যদিকে মেঘের এত চুপচাপ, আর বোকা হয়ে থাকা দেখে বিরক্ত দর্শক। সবার প্রশ্ন দিদি যখন এত ক্ষতি করে এরপরেও সে বিনা আয়না দেখে অন্ধের মতো কেন মেকআপ করে নিল? তাই দর্শকদের একাংশ ময়ূরীকে যা তা বলে গালাগাল দেওয়ার পাশাপাশি মেঘকে দেখেও ভীষণ বিরক্ত।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥