• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আবারও হিন্দু দেবতার অপমান, স্যানিটারি প্যাডে শ্রীকৃষ্ণের ছবি! বলিউডের ছবির বিরুদ্ধে দায়ের FIR

একটি ভালো সামাজিক বার্তা দেওয়া জন্য তৈরি হয়েছিল ‘মাসুম সওয়াল’ (Masoom Sawaal) সিনেমাটি। কিন্তু সেই সিনেমাই এবার চরম বিবাদে জড়িয়ে পড়ল। ছবির নির্মাতা এবং নির্দেশকের বিরুদ্ধে ধার্মিক ভাবনায় আঘাত হানার অভিযোগ আনা হয়েছে।

আসলে এই ছবির পোস্টারে দেখা গিয়েছে, স্যানিটারি ন্যাপকিনে (Sanitary napkin) ভগবান শ্রীকৃষ্ণের (Lord Krishna) ছবি। আর ব্যাস, তাতেই বেঁধেছে বিপত্তি। এই পোস্টার প্রকাশ্যে আসার পর ছবির নির্মাতাদের বিরুদ্ধে এফআইআর (FIR) পর্যন্ত দায়ের করা হয়ে গিয়েছে।

   

Masoom Sawaal

পুলিশের আধিকারিকদের তরফ থেকে রবিবার জানানো হয়েছে, ‘মাসুম সওয়াল’ ছবির পোস্টারে স্যানিটারি ন্যাপকিনে ভগবান শ্রীকৃষ্ণের ছবি দেখা গিয়েছে। সেই কারণে মামলা দায়ের করা হয়েছে। একজন সিনিয়র পুলিশ অফিসার এই বিষয়ে বলেন, হিন্দু রাষ্ট্র নবনির্মাণ সেনার অধ্যক্ষ অমিত রাঠৌরের অভিযোগের ভিত্তিতে ছবির নির্দেশক সন্তোষ উপাধ্যায়, ওনার সম্পূর্ণ কোম্পানি এবং সিনেমার পুরো টিমের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। পুলিশ সূত্র মারফৎ জানা যাচ্ছে, আইপিসির ধারা ২৯৫’এর অধীনে মামলা দায়ের করা হয়েছে।

‘মাসুম সওয়াল’এর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে, ছবির পোস্টারের মাধ্যমে ‘সনাতন ধর্ম’এর অনুগামীদের ভাবনায় আঘাত লাগতে পারে। সেই কারণে উত্তর প্রদেশ সহ সারা দেশে সাম্প্রদায়িক দাঙ্গা পর্যন্ত হতে পারে। পুলিশের কাছে দায়ের করা অভিযোগে এও বলা হয়েছে যে, ‘মাসুম সওয়াল’এর নির্মাতারা পরিকল্পনাপ্রসুতভাবে সারা দেশে সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর চেষ্টা করছে।

Masoom Sawaal

শুধু এটুকুই নয়, হিন্দু রাষ্ট্র নবনির্মাণ সেনার অধ্যক্ষ অমিত রাঠৌর জানিয়েছেন, তাঁদের দলের পদাধিকারী এবং কার্যকর্তারা সাহিবাবাদ এবং গাজিয়াবাদের যে দু’টি সিনেমা হলে ছবিটি দেখানো হচ্ছে, তার বাইরে বিক্ষোভ করবে। সেই কারণে সংশ্লিষ্ট দুই হলের বাইরে সুরক্ষা বাড়িয়ে দেওয়া হয়েছে।

‘মাসুম সওয়াল’ ছবির বিষয়ে বলা হলে, এই সিনেমাটি গত ৫ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মাসিক ধর্মের বিষয়ে মানুষকে জাগ্রত করার উদ্দেশ্যে এই ছবিটি তৈরি করা হয়েছে। তবে ছবির পোস্টারে স্যানিটারি ন্যাপকিনে ভগবান শ্রীকৃষ্ণের ছবি দেখা যেতেই বেঁধেছে যাবতীয় বিপত্তি। সোশ্যাল মিডিয়াতেও সেই ক্ষোভের ঝলক পরিলক্ষিত হচ্ছে।