• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রিমিক্সের ভিড়ে হারিয়েছে আধুনিক বাংলা গান! শিল্পীদের বাঁচাটাই এখন লড়াই, অকপট লোপামুদ্রা মিত্র

সময়ের সাথে সাথে যেমন মানুষ মানুষের চিন্তাধারা বদলেছে তেমনি বদলেছে গান। খুব বেশি নয় আজ থেকে দুই দশক আগেও বাংলা গান নিয়ে মাতামাতি কম ছিলনা। সেই সময়ে সিনেমার গান ছাড়াও প্রায় সারা বছরই রিলিজ হত নানা ধরনের গানের অ্যালবাম। রবীন্দ্র সংগীত, নজরুল গীতি থেকে শুরু করে পুজো স্পেশাল আধুনিক গান (Adhunik Bangla Song) মন কেড়ে নিত শ্রোতাদের। কিন্তু সময়ের সাথে সাথে সে সব কিছুই আজ বিলুপ্ত হওয়ার পথে। গতবছর আধুনিক গান ও এই প্রজন্মের শিল্পীদের প্রসঙ্গে নিজের বক্তব্য জানান বিখ্যাত সঙ্গীত শিল্পী লোপামুদ্রা মিত্র (Lopamudra Mitra)।

আসলে আজ থেকে প্রায় বছর চারেক আগে এই শিল্পীর বলা একটা বক্তব্য নতুন করে চর্চায় উঠে এসেছে। তিনি তারই কোন পরিচিত শিল্পীদের উদ্দেশ্যে বলেছিলেন, ‘ যারা আমার থেকে বয়সে অনেক ছোট অথচ সহকর্মী তাদের জন্য একটা কথা না বলে আর পারছিনা। আমি বলি কি গানের দিকে মন দাও, উপকার পাবে। কাউকে পিছন থেকে ছুরি মেরে নয়, বরং নিজের প্রতি বিশ্বাস রাখ। তোমার নিজের অর্জন করা জায়গা তো তোমারই থাকবে।’

   

Lopamudra Mitra,লোপামুদ্রা মিত্র,Adhunilk Bengali Songs,Lopamudra Mitra on Adhunik Bengali Song,আধুনিক বাংলা গান,আধুনিক গানের ভবিষ্যৎ,Tollywood,Bengali Song Industry

পুরনো এই বক্তব্য কি আজও প্রাসঙ্গিক নাকি সময়ের সাথে সাথে সেটাও কিছুটা বদলে গিয়েছে? এই নিয়েই প্রশ্ন করা হয়েছিল সংগীতশিল্পীকে। যার উত্তরে শুরুতেই তিনি বলেন যে কোন একটা ঘটনার প্রেক্ষিতে বা কোন একটা ভাবনা থেকে কথাটা বলেছিলাম ঠিকই। কিন্তু সেটা কি ছিল এই মুহূর্তে সেটা আর মনে নেই।

এরপর তাকে প্রশ্ন করা হয় তাহলে চার বছর আগে যাদের জন্য এই কথাগুলো বলেছিলেন তারা কেমন আছেন? তারা লোপামুদ্রার দেওয়া পরামর্শ মেনেছে? এসব শুনে খানিকটা হেসেই তিনি বলেন, ‘ বর্তমান প্রজন্মের সেই সব কথায় কিছুই যায় আসে না!’

কেন এমনটা বললেন লোপামুদ্রা? এর ব্যাখ্যা দিয়ে তিনি নিজেই বলেন, ‘ নব্বইয়ের দশকে যখন গানটাকে পেশা হিসেবে বেছে নিয়েছিলাম তখন শুধু গানটা গাইলেই হত। সিনেমার গানের পাশাপাশি আধুনিক গানের একটা চল ছিল। শ্রোতারা নতুন গান শুনতে চাইতেন, নতুন গান রিলিজ হলে সেটা নিয়ে লেখালেখি হত চলত সমালোচনা। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেটা আর হয়না।’

Lopamudra Mitra,লোপামুদ্রা মিত্র,Adhunilk Bengali Songs,Lopamudra Mitra on Adhunik Bengali Song,আধুনিক বাংলা গান,আধুনিক গানের ভবিষ্যৎ,Tollywood,Bengali Song Industry

আসলেই তার মতে, বর্তমান সময়ে আধুনিক গান একপ্রকার বিলুপ্ত। কোথাওই নতুন গান বাজাতে শোনা যায় না, আর কেউ শুনতেও চান না। যদিও বা কিছু নতুন গানের অ্যালবাম রিলিজ হয় টা নিয়ে সমালোচনা তো দুরস্ত লেখালিখিও হয় না। যে কারণে আজকের দিনে দাঁড়িয়ে শিল্পীদের বেচেঁ থাকাটাই একটা যুদ্ধে পরিণত হয়েছে।

এরপর গায়িকা আরও বলেন, ‘ এই সমস্ত কারণেই নতুন গান তৈরি বন্ধ হয় গিয়েছে। গায়করা নতুন গান ছেড়ে পুরনো বা জনপ্রিয় গানগুলিকেই ঘুরিয়ে ফিরিয়ে গেয়ে চলেছেন। সবটাই বুঝতে পারি, তাই বলা যায় মন দিয়ে গান গাওয়ার দিন বোধয় শেষ!’

তবে একেবারেই হাল ছাড়তে রাজি নন গায়িকা। যারা আজও লড়াই করে চলেছে নতুন গান ও আধুনিক গানের জন্য তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমি তাদের বলবো মন দিয়ে গান গাইতে। কারণ গান গাওয়া তো আর রাজনীতি নয় যে ক্ষমতা দখল করবে! সবে মাত্র শুরু হয়েছে এখনো গোটা জীবনটা পরে আছে। এখনও অনেক গান গাইতে হবে তো!’