• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ে ভাঙতে বসেছে টলি-গায়িকা লোপামুদ্রা মিত্রের! সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘিরে জল্পনা

Published on:

Lopamudra Mitra Joy Sarkar

সোশ্যাল জগতে অন্যান্য টলিসেলেবদের মতোই বেশ সক্রিয় গায়িকা লোপামুদ্রা মিত্র (Lopamudra Mitra)। তবে সম্প্রতি যেরকম ভার্চুয়াল বিড়ম্বনার সম্মুখীন হয়েছেন লোপা, তাতে বেশ বেগ পেতে হয়েছে টলি-গায়িকাকে।

সোশ্যাল হ্যান্ডেলে ছবির পাশাপাশি নানান আঙ্গিকে নানা লেখালিখিও শেয়ার করেন তিনি। কিছুদিন আগে তেমনভাবেই লোপা লেখেন : “গানজীবন একটাই। নিজের আনন্দ হল শেষ কথা। সুতোটা ছিঁড়ে দিলাম। নতুন ঘুড়ি ওড়াবো। লাটাইটা ২৫ বছরের পুরনো।” স্বাভাবিকভাবেই লোপার এহেন পোস্টে সাড়া পড়ে যায় টলিগলিতে। নেটিজেনরা রীতিমত সহমত হন যে এইবার হয়তো বিবাহসম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত পাকাপোক্ত করে ফেলেছেন লোপা। তবে দাম্পত্যজীবনে জয় সরকারের (Joy Sarkar) সঙ্গে তেমন কোনো সমস্যার কথা শোনা যায়নি লোপার মুখে, আর তাই যেন আরও বেশি করে মাথাচাড়া দেয় গুঞ্জন।

যদিও সব বিতর্ক ও গুজবকে ভেঙে ফেলে লোপা জানান যে তাঁর বৈবাহিক জীবন একেবারেই ঝামেলামুক্ত। আসলে একেবারে নতুন দু’টি গান তৈরি করছেন লোপা এবং সেই গান তৈরির প্রক্রিয়াতে তাঁকে সঙ্গ দিচ্ছেন দুইজন, সেই প্রসঙ্গেই নাকি লোপার এহেন পোস্ট! তবে নিজ অনুভূতির বহিঃপ্রকাশ যে নেটিজেনরা এহেন ভয়ংকর দৃষ্টিভঙ্গিতে বিচার করবেন, তা স্বপ্নেও ভাবেননি লোপা!

টলিপাড়ার খবর অনুসারে, ‘চারণ’ নামক একটি নতুন তহবিল সংস্থার প্রতিষ্ঠা করেছেন লোপা। সেই চারণের উদ্যোগেই শান্তিনিকেতনে শুরু হতে চলেছে ‘এক্সপ্লোর দ্য আনএক্সপ্লোর’ নামক আলপনার ওয়ার্কশপ। ৫ই থেকে ৭ই ফেব্রুয়ারি পর্যন্ত এই ওয়ার্কশপে আলপনার কাজ শেখাবেন সুধীররঞ্জন মুখোপাধ্যায়। সূত্রের খবর, বাউল সঙ্গীত আর আদিবাসী নৃত্যের তালে তালেই আদিবাসী সংস্কৃতিকে কাছ থেকে পরখ করার এহেন সুযোগ নাকি বাঙালির কাছে একেবারেই একটি নতুন অভিজ্ঞতা হবে বলে মনে করছেন লোপা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥