আজকালকার দিনে প্রায় সকল মহিলারই কম বেশি চুলের সমস্যা (Hair Problems) হয়েই থাকে। কারোর চুল পাতলা হয়ে যাচ্ছ এতো কারোর চুল বাড়ছে না। এছাড়াও শুষ্ক চুল (Dry Hair), চুল পরে (Hair Loss) যাওয়া এই ধরণের হাজারো সমস্যা তো রয়েছেই। এই সমস্ত সমস্যার সমাধানের জন্য অনেকেই দামি দামি শ্যাম্পু কন্ডিশনার এমনকি ঔষুধ পর্যন্ত ব্যবহার করেন। যা ফলাফল কখনো নামমাত্র তো কখনো হিতে বিপরীত পর্যন্ত হতে পারে। ওঠছে একটু ভাবলেই মনে পড়বে ঠাকুমা-দিদিমাদের সময়ে এই সমস্ত শ্যাম্পু দামি কন্ডিশনার না থাকলেও দিব্যি তাদের চুল ঠিক থাকত।
অনেকেই বলবেন আগের তুলনায় দূষণের মাত্রা বেড়ে গিয়েছে অনেকটাই। এটা সত্যি, তবে মুশকিল হল আজকাল মানুষ আধুনিক হলেও বিশুদ্ধ ছেড়ে কেমিকাল আর ভেজালের দিকে ছুটে চলেছে। চুলের যত্নের জন্য ঘরোয়া কিছু উপায়েই দারুন উপকার পাওয়া যায়। যেগুলো সম্পর্কে আজও অনেকেই অজানা। আজ বংট্রেন্ডের পেজে লম্বা ও ঘন চুল পেতে পেঁয়াজের হেয়ার মাস্ক (Onion Hair Mask) তৈরির পদ্ধতি সম্পর্কে জানাবো আপনাদের।
পেঁয়াজের রস ও ক্যাস্টর অয়েল দিয়ে হেয়ার মাস্ক
একটি পাত্রে আপনার চুলের ম্যাপ অনুযায়ী পেঁয়াজের রস তৈরী করুন। এরপর সেই পাত্রে সমপরিমাণ ক্যাস্টর অয়েল যোগ করুন। এবার এই দুটি উপাদানকে ভালো করে মিশিয়ে তুলোর সাহায্যে চুলে মাখুন। এরপর ৩০-৪৫ মিনিট অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। সপ্তাহে অন্তত একবার এই পদ্ধতি অবলম্বন করলেই কিছুদিনের মধ্যে চুলে পার্থক্য বুঝতে শুরু করবেন।
পেঁয়াজের রস ও মধু দিয়ে হেয়ার মাস্ক
একটি চায়ের কাপের আধা কাপ মত পেঁয়াজের রস নিন। এরপর তাতে বড় চামচের এক চামচ মধু দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এরপর মিশ্রণটি ভালো করে চুলে ম্যাসাজ করতে থাকুন। চুলে ভালো করে লাগানো হয়ে গেলে আধাঘন্টা অপেক্ষা করুন। এরপর শ্যাম্পু দিয়ে চুল ডগায় ফেলুন। এভাবে সপ্তাহে এক বা দুই বারই যথেষ্ট।