দিনে দিনে দর্শকমহলে বাড়ছে মেগা সিরিয়ালের চাহিদা। তাই দর্শকদের চাহিদা পূরণ করতেই একের পর এক নতুন সিরিয়ালের ডালি নিয়েই হাজির হচ্ছে বিনোদন মূলক চ্যানেল গুলি। তবে বস্তাপচা কনটেন্ট নয় পরিবর্তে ভিন্ন স্বাদের গল্পকেই বাজি ধরছে চ্যানেল কর্তৃপক্ষ। যাতে বিশেষভাবে গুরুত্ব পাচ্ছেন একেবারে বাস্তব জীবন থেকে উঠে আসা নারীকেন্দ্রিক চরিত্রগুলো।
গত বছর থেকেই একের পর নতুন সিরিয়াল শুরু হয়েছে জি বাংলার পর্দায়। আর এক্ষেত্রে এগিয়ে রয়েছেন বাস্তব জীবন থেকে উঠে আসা নারী চরিত্ররা। তা সে গ্রামের লড়াকু মেয়ে উমার ক্রিকেট খেলার স্বপ্ন হোক কিংবা গান পাগল পিলুর গানের তালিম নেওয়ার প্রবল ইচ্ছা হোক অথবা মিঠাইয়ের মতো বাড়ির অলরাউন্ডার বৌমা হোক। সবসময়ই জি বাংলার তরফে কুর্নিশ জানানো হয়েছে, মেয়েদের লড়াকু মানসিকতা কে।
এরইমধ্যে ১৪ ফ্রেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডের দিনেই জি বাংলার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘লক্ষ্মীকাকিমা সুপারস্টার’ (Lakshmi Kakima Superstar)। এই ধারাবাহিকের প্রধান ইউএসপি লক্ষ্মী কাকিমা নিজেই। এই চরিত্রে অভিনয় করে শুরু থেকেই তাক লাগাচ্ছেন দাপুটে অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)।প্রতিদিনের সংসারের ঘেরাটোপে থাকতে থাকতে দুহাতেই দশভূজা হয়ে ওঠা সুপারস্টার মা কাকিমাদের গল্পই তুলে ধরা হয়েছে সিরিয়ালে।
ইতিমধ্যেই সিরিয়ালে দেখানো হয়েছে দেবী সরস্বতীর পুজো পাঠ সামলে সরস্বতী পুজোর সন্ধ্যায় পাড়ার মেলায় ঘুগনির দোকান দিয়েছে লক্ষ্মী কাকিমা। কিন্তু আগে থেকেই ষড়যন্ত্র করে তাতে অনেকটা ঝাল মিশিয়ে দেওয়া হয়। সেই ঝাল ঘুঘনি খেয়েই খেপে ওঠে কাস্টমার। কিন্তু এত সহজে হার মানবে না লক্ষ্মী কাকিমা।
তার এতটাই মনের জোর যে ঘুঘনিতে ঝাল মিশিয়ে তাকে দমিয়ে রাখা যায় নি। তাই ঝালে পোড়া ঘুঘনি লক্ষ্মী কাকিমার হাতের জাদুতেই নিমেষেই হয়ে যায় টেস্টি পাওয়া ভাজি। আর সেই পাও ভাজি খেতে সরস্বতী পুজোর মেলার মধ্যেই রীতিমতো লাইন পড়ে যায় লক্ষ্মী কাকিমার দোকানের সামনে।