আজ বসন্ত পঞ্চমী। রাজ্যজুড়ে গোটা বাঙালি মেতে উঠেছেন বাগদেবী মা সরস্বতীর বন্দনায়। সাধারণ মানুষ হোক কিংবা সেলিব্রেটি বাঙালিদের কাছে আজকের দিনটার সাথে সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে ছোটবেলার পুরনো নস্টালজিয়া। তাই আজকের দিনটা সকলের কাছেই দুর্গাপুজোর অষ্টমীর মতোই ভীষণ স্পেশাল একটা দিন। তাই আজকের এই বিশেষ দিনে বং ট্রেন্ডের পাতায় থাকলো বাংলা সিরিয়ালের বেশ কয়েকজন জনপ্রিয় নায়িকাদের সরস্বতী পুজো উদযাপনের ছবি।
১.অপরাজিতা আঢ্য (Aparajita Adhya): ছোটপর্দার লক্ষ্মীকাকিমা অভিনেত্রী অপরাজিতা আঢ্যকে কে না চেনেন। লক্ষ্মী পুজো হোক কিংবা রথ টানা বাড়িতে সো পুজোয় ধুমধাম করে করেন অভিনেত্রী। আজও তেমনি বাড়িতে বেশ ঘরোয়া ভাবেই পুজোর আয়োজন করেছিলেন অভিনেত্রী। এদিন বাগদেবীর সামনে বসে হলুদ শাড়িতে সেজে সবাইকে সরস্বতী পুজোর শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী।
২. তৃনা সাহা (Trina Saha): তৃণা সাহা মানেই ছোট পর্দার দর্শকদের কাছে আজও খড়কুটো সিরিয়ালের দুস্তুমিষ্টি নায়িকা গুনগুন। এমনিতে সোশ্যাল মিডিয়ায় সবসময় আপডেট দিতে থাকেন অভিনেত্রী। আজকের দিনেও তার ব্যতিক্রম হয়নি। এদিন সরস্বতী পুজো উপলক্ষ্যে লাল শাড়ি পরে অপরূপ সাজে ধরা দিয়েছিলেন অভিনেত্রী।
৩. সুস্মিতা দে (Sushmita Dey): সুস্মিতা দে -কে এখন দেখা যাচ্ছে স্টার জলসার জনপ্রিয় ধারবাহিক ‘পঞ্চমী’-তে। একবছর আগে সরস্বতী পুজো উপলক্ষ্যে বাগ দেবীর সাজে একটি ফটোশুটের ছবি দিয়েছিলেলন সেই ছবিই এদিন নতুন করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
৪. শ্রাবনী ভূঁইয়া (Shrabani Bhunia): মাধবীলতা সিরিয়ালের নায়িকা শ্রাবনী ভূইঁয়া। কিছুদিন আগেই টিভির পর্দায় শেষ হয়েছে তার এই সিরিয়াল। তারপর থেকে এখনও পর্যন্ত টিভির পর্দায় কামব্যাক করেননি শ্রাবনী। আজ ব্লুজ প্রোডাকশন হাউসের কর্ণধার স্নেহাশীষ চক্রবর্তীর বাড়িতেই সরস্বতী পুজোর অঞ্জলি দিয়েছিলেন অভিনেত্রী। সেই ছবি ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে নিজেই শেয়ার করে নিয়েছিলেন শ্রাবনী।
৫.প্রমিতা চক্রবর্তী (Promita Chakraborty): বাংলা সিরিয়ালের জগতে অত্যন্ত পরিচিত অভিনেত্রী হলেন প্রমিতা চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় বরাবরই বেশ সক্রিয় থাকেন অভিনেত্রী এবং তাঁর স্বামী তথা অভিনেতা রুদ্রজিৎ মুখার্জী। সরস্বতী পুজো উপলক্ষ্যে এদিন তারা দুজনেই সাদা হলুদের মিশেলে কাপল সেট শাড়ি পাঞ্জাবিতে সেজেছিলেন।