• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘টিভির পর্দায় দেখানো হচ্ছে নোংরামি!’ লক্ষী কাকিমার মা হওয়া নিয়ে ক্ষোভের জেরে আসছে নতুন চমক

Published on:

Lokkhi Kakima Superstar Serial new Track on pregnency

জি বাংলার (Zee Bangla) সিরিয়ালপ্রেমী দর্শকদের অত্যন্ত পছন্দের একটি সিরিয়াল ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ (Lokkhi Kakima Superstar)। সাংসারিক কূটকচালি কিংবা পরকীয়ার বাইরে একেবারে ভিন্ন স্বাদের এই সিরিয়াল খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে  টিভির পর্দায়। একেবারে বাস্তব জীবন থেকে উঠে আসা মধ্যবিত্ত বাঙালি পরিবারের গল্প অল্পদিনের মধ্যেই ছাপ ফেলেছে দর্শকদের মনে।

তবে বিগত বেশ কিছুদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই সিরিয়াল। এমনিতে সিরিয়ালের নায়িকা অর্থাৎ লক্ষ্মী কাকিমা (Lokkhi Kakima) একাই  একশো। ধারাবাহিকে এই চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। সিরিয়ালে তাঁর অনবদ্য অভিনয় দেখে মুগ্ধ আট থেকে আশি সকলেই।

লক্ষ্মী কাকিমা সুপারস্টার,Lokkhi Kakima Superstar,প্রেগন্যান্সি ট্র্যাক,Pregnancy Track,নতুন চমক,New Twist,সোশ্যাল মিডিয়া,Social Media,ট্রোলিং,Trolling

এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন এই মুহূর্তে সিরিয়ালে চলছে মজার ট্র্যাক। কদিন ধরেই  খালি মাথা ঘুরছে লক্ষ্মী কাকিমার, সঙ্গে বমিও হচ্ছে। তাই তাকে নিয়ে এক মহিলা ডাক্তারের কাছে যেতেই এই বয়সে খোকা খুকু হওয়ার কথা শুনে মাথায় কার্যত আকাশ ভেঙে পড়ে লক্ষ্মী কাকিমা এবং তার স্বামীর।

Lokkhi Kakima Superstar upcoming track goes viral

অন্যদিকে এই বয়সে এসে লক্ষ্মী কাকিমার মা হওয়ার খবর পেয়ে দারুন চটে গিয়েছেন দর্শক। ব্যাপক ট্রোলিংয়ের (Trolling) পাশাপাশি রাগের চোটে দর্শকদের একাংশ অবিলম্বে এই সিরিয়াল বন্ধের দাবি জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় (Social Media) সিরিয়ালের পোস্টের শেয়ার করে এমনই একজন দর্শক লিখেছিলেন  ‘টিআরপি-তে এগিয়ে যেতে চরম নোংরামি দেখানো হচ্ছে’!

Lokkhi Kakima Superstar upcoming track goes viral

কিন্তু একথা ভুলে গেলে চলবে না এখনকার দিনে সিরিয়াল মানেই নিত্যনতুন চমক।  ব্যতিক্রম নয় এই লক্ষ্মীকাকিমা সিরিয়ালও। তাই লক্ষ্মী কাকিমার মা হওয়ার ট্র্যাকে এবার আনা হচ্ছে এক বড়সড় টুইস্ট। সোশ্যাল মিডিয়ায় যা ইতিমধ্যেই ফাঁস করে দিয়েছেন একজন দর্শক। জানা যাচ্ছে সিরিয়ালের আসন্ন পর্বে দেখা যাবে লক্ষ্মী কাকিমার প্রেগন্যান্সির রিপোর্ট পাল্টে গিয়েছিল,একই নামের অর্থাৎ লক্ষ্মী দাস নামের আর একজন মহিলার সাথে।
লক্ষ্মী কাকিমা সুপারস্টার,Lokkhi Kakima Superstar,প্রেগন্যান্সি ট্র্যাক,Pregnancy Track,নতুন চমক,New Twist,সোশ্যাল মিডিয়া,Social Media,ট্রোলিং,Trolling
এই খবর জানিয়ে নিন্দুকদের মুখে ঝামা ঘষে দিয়ে একজন দর্শক লিখেছেন ‘কাকিমার প্রেগন্যান্সির রিপোর্ট উলটপালট হয়ে গেছিলো।দুজনেরই নাম ছিলো লক্ষ্মী দাস তাই ভুল হওয়া টা স্বাভাবিক। কারা যেন বলছিলো জবা মায়ের কপি তারা কোথায়! আহারে জবা মায়ের কপি টা আর হলো না। টেন্ট কাকু তুমি কাকিমা কে সত্যি সত্যিই প্রেগন্যান্ট দেখালে হেটার্স রা বড় আনন্দ পেতো’।
design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥