• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শুরুই আগেই টুইস্ট! পাল্টে গেল ‘লক্ষ্মী কাকিমা’ সিরিয়ালের টাইম স্লট, রইল নতুন সম্প্রচারের সময়

Published on:

Lokkhi kakima Superstar Time Slot Changed

বাঙালি দর্শকদের কাছে বেশ জনপ্রিয় জি বাংলা। ভিন্ন স্বাদের নানা কাহিনী নিয়ে তৈরী সিরিয়াল বিনোদনের খিদে মেটায় দর্শকদের। কিছুদিন আগেই জি বাংলার পর্দায় এক  নতুন সিরিয়ালের প্রমো রিলিজ করা হয়েছে। আসছে নতুন ধারাবাহিক ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ (Lokkhi Kakima Superstar)। যেখানে লক্ষী কাকিমার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। প্রোমো ভিডিওতেই দেখানো হয়েছিল সিরিয়ালের সম্প্রচারের  সময় ও শুরু হওয়ার তারিখ। কিন্তু হটাৎ করেই সেই সময় বড়সড় পরিবর্তন হয়ে গেল।

প্রথমে জানানো হয়েছিল আসন্ন ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ ১৪ই ফেব্রুয়ারি থেকে সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যা ৬ টা থেকে দেখা যাবে নতুন এই সিরিয়াল। এর  জন্য বদলাতে হয়েছিল করুণাময়ী রানী রাসমণি সিরিয়ালের টাইম স্লট। চ্যানেলের এই সিদ্ধান্তে করুণাময়ী রানী রাসমণি সিরিয়ালের দর্শকদের মন খারাপ হয়ে গিয়েছিল। অনেকেই আশঙ্কা করেছিলেন হয়তো ভক্তিমূলক এই একটিমাত্র সিরিয়াল বাকি ছিল সেটাও বন্ধ হয়ে যাবে।

Aparajita Adhya New Bengali Serial Lokkhi Kakima Superstar অপরাজিতা আঢ্য লক্ষী কাকিমা সুপারস্টার

তবে, এবার হটাৎ করেই সিদ্ধান্ত বদলে ফেলা হয়েছে চ্যানেলের পক্ষ থেকে। সন্ধ্যে ৬টা নয় বরং ১৪ই ফেব্রুয়ারি থেকে রাত ৮.৩০ মিনিটে দেখা যাবে লক্ষীকাকিমাকে। যেটা একপ্রকার প্রাইম স্লট, তবে অনেকেই শুরুতেই এমন একটা বদল হতে পারে এই খবরের জন্য প্রস্তুত ছিলেন না।

Aparajita Adhya New Bengali Serial Lokkhi Kakima Superstar অপরাজিতা আঢ্য লক্ষী কাকিমা সুপারস্টার

অন্যদিকে একসময় টিআরপি লিস্টে প্রথম তিনেই থাকত ‘অপরাজিতা অপু’ সিরিয়ালটি। কিন্তু বর্তমানে তাঁর টিআরপি রিপোর্ট বেশ খারাপ। তাছাড়া সিরিয়ালের কিছু দৃশ্য নিয়ে বহুবার ট্রোলিং হয়েছে নেতাপাড়ায়। প্রথম তিন থেকে আপাতত সেরা দশে টিকে রয়েছে সিরিয়ালটি। তাই অনেকের মতে হয়তো এই সিরিয়ালটি বন্ধ করে দেওয়া হতে পারে। কিন্তু সে নিয়ে কিছু এই মুহূর্তে বলা যাচ্ছে না। কারণ অপরাজিতা অপু সিরিয়ালের নতুন টাইম স্লট নিয়ে কোনো ঘোষণা করা হয়নি চ্যানেলের পক্ষ থেকে।

প্রসঙ্গত, ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ সিরিয়ালের হাত ধরেই দীর্ঘ ৪ বছর পর আবারও ছোটপর্দায় ফিরছেন অপরাজিতা আঢ্য। তাঁর স্বামীর চরিত্রে থাকছেন টলিপাড়ার বিখ্যাত অভিনেতা দেবশঙ্কর হালদার। সিরিয়ালে বাড়ির পাশাপাশি একটা মুদি খানার দোকানও চালান লক্ষী কাকিমা। ঘর  সংসার সামলে কিভাবে চলবে ব্যবসা লক্ষী কাকিমার সেই কাহিনী দেখার জন্য রীতিমত উৎসাহের সাথে অপেক্ষা করছেন দর্শকেরা

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥