বাঙালির বিনোদনের ডেলিডোজ মানেই মেগা সিরিয়াল। বাংলা সিরিয়ালপ্রেমী দর্শকদের অত্যন্ত পছন্দের একটি সিরিয়াল হল ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ (Lokkhi Kakima Superstar)। সাংসারিক কূটকচালি কিংবা পরকীয়ার বাইরে একেবারে ভিন্ন স্বাদের এই সিরিয়ালে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে মধ্যবিত্ত বাঙালি পরিবারের গল্প। একেবারে বাস্তব জীবন থেকে উঠে আসা এই সিরিয়ালের গল্প অল্পদিনেই ছাপ ফেলেছে বাংলার দর্শকদের মনে।
নায়িকা লক্ষ্মী কাকিমা (Lokkhi Kakima)-র চরিত্রে জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্যের অভিনয় দেখে মুগ্ধ আট থেকে আশি সকলেই। সিরিয়ালে লক্ষ্মী কাকিমার মা খবর চাউর হতেই বিগত বেশ কিছুদিন ধরেই দর্শকদের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে এই সিরিয়াল। এই বয়সে এসে লক্ষ্মী কাকিমার মা হওয়ার খবর পেয়ে দারুন চটে গিয়েছিলেন দর্শকদেড় একাংশ। ব্যাপক ট্রোলিংয়ের (Trolling) পাশাপাশি রাগের চোটে অবিলম্বে এই সিরিয়াল বন্ধের দাবি জানিয়েছিলেন সকলে।
তাই দর্শকদের চাপে পড়েই নতুন টুইস্ট আসে সিরিয়ালে। দেখা যায় লক্ষ্মী কাকিমার প্রেগন্যান্সির রিপোর্ট পাল্টে গিয়েছিল, একই নামের অর্থাৎ লক্ষ্মী দাস নামের আর একজন মহিলার সাথে। লক্ষ্মী কাকিমার মা হওয়ার পর্ব মিটতে না মিটতেই গতকালই ধারাবাহিকে এসেছে নতুন টুইস্ট। ভালো মানুষ সাজার নাটক করে লক্ষ্মী কাকিমার লক্ষ্মী ভান্ডারের মালিকানা নিজের নামে করে নিয়েছে হংসিনীর বাবা আর দাদা।
সেইসাথে হঠাৎ করেই ব্যবহার পাল্টে গিয়েছে হংসিনীর। দোল পাল্টে বিপদের দিনে লক্ষ্মীর হাত ছেড়ে বাবার কাছে চলে গিয়েছে সে। সম্ভবত লক্ষ্মীকে বাঁচাতে এটা তাঁর হাঁসের নতুন কোন চাল। এরইমধ্যে এসে গিয়েছে সিরিয়ালের একটি নতুন প্রোমো (New Promo)। সেখানে দেখা যাচ্ছে হংসিনী এসে জানাচ্ছে তার আঙ্কেল অর্থাৎ লক্ষ্মী কাকিমার বড় দেবুদা-কে কিডন্যাপ করা হয়েছে।
একথা শুনেই লক্ষ্মী কাকিমা বলে ওঠে ‘আমার সিঁথির সিঁদুরে যে হাত দেবে তার হাত আমি ভেঙে গুঁড়িয়ে দেব।ওরা আমার ভালোটা দেখেছে খারাপটা নয়’। এরপরেই ঘর থেকে বেরিয়ে এসে হাতে বাঁশ তুলে নেয় লক্ষ্মী কাকিমা। এই নতুন প্রোমো দেখে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ব্যাপক হাসাহাসি। লক্ষ্মী কাকিমার বাঁশ দিয়ে কিডন্যাপার (kidnapper) তাড়ানোর ভিডিও দেখে ট্রোল (Troll) করে একজন লিখেছেন ‘রিপ বাংলা সিরিয়াল’।প্রসঙ্গত আগামী ৫ ডিসেম্বর টিভির পর্দায় দেখা যাবে এই পর্ব।