এই মুহূর্তে টেলিপাড়ার অত্যন্ত মিষ্টি লাভ বার্ডস হলেন স্বর্ণদীপ্ত ঘোষ (Swarnadipta Ghosh) এবং অর্পিতা মন্ডল (Arpita Mondal) অর্থাৎ ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ (Lokkhi Kakima Superstar) সিরিয়ালের সোনা (Sona)-দেবা (Deba) জুটি। আগেই জানা গিয়েছিল তার পর্দার প্রেম বাস্তবে গড়ানোর খবর। ঘন ঘন সোশ্যাল মিডিয়ায় দুজনের রোমান্টিক সব ছবি কিংবা ছবির ক্যাপশন পড়ে সেকথা আগেই কিছুটা হলেও আঁচ করতে পেরেছিলেন দর্শক।
এরইমধ্যে একসাথে পাহাড়েও ঘুরতে গিয়েছিলেন যুগলে। তারপর থেকেই আর কোনোরকম রাখঢাক না রেখে খুল্লামখুল্লা প্রেম করছেন লক্ষ্মী কাকিমার অনস্ক্রিন ছেলে বৌমা। জি বাংলার জনপ্রিয় মেগা সিরিয়ালের হাত ধরেই শুরু হয়েছে তাদের সম্পর্ক (Relationship)। তবে সিরিয়াল চলাকালীন তাদের সেই সম্পর্কের কথা কাকপক্ষীতেও টের পায়নি। কারণ স্বর্ণ এবং অর্পিতা কেউই চাননি তাদের সম্পর্কের আঁচ এসে পড়ুক সিরিয়ালে।
দেখতে দেখতে প্রায় ৬-৭ মাস হয়ে গেল সম্পর্কে রয়েছেন এই জুটি। ইতিমধ্যেই শেষ হয়েছে লক্ষ্মী কাকিমার অন্তিম পর্বের শুটিং। চলতি মাসেই টিভির পর্দাতেও শেষ হবে এই সিরিয়ালের সম্প্রচার। সম্প্রতি টলি টাইম নাম একটি ইউটিউব চ্যানেলের সাথে নিজেদের বন্ধুত্ব থেকে প্রেম সব কিছু নিয়েই এক খোলামেলা আড্ডায় বসেছিলেন পর্দার সোনা-দেবা জুটি।
সেখানেই এদিন তারা জানান এখন একে অপরের প্রেমে হাবুডুবু খেলেও একটা সময় ছিল যখন তারা কেউই কাওকে সহ্য করতে পারতো না। দুজনেরই নাকি সাংঘাতিক অ্যটিটিউট ছিল, তাই কেউই কাওকে পাত্তা দিত না। পরবর্তীতে তাদের মধ্যে বন্ধুত্ব হয় লুডো খেলা দিয়ে। আর তারপর একসময় সিরিয়াল চলাকালীন পা ভেঙে গিয়েছিল স্বর্ণর। তখন থেকেই নাকি তাদের মধ্যে একটা অনুভূতি কাজ করছিল।
দুজনেই দুজনকে মিস করছিলেন খুব। এরপর থেকে তারা বুঝতে পারতেন দুজনেই দুজনকে পছন্দ করেন কিন্তু ভালোবাসার কথাটা মুখ ফুটে কেউ বলেন নি। পরে একদিন হটাৎ করেই লং ড্রাইভ নিয়ে গিয়ে স্বর্ণ নিজেই থেকেই প্রপোজ করেছিলেন অর্পিতাকে। এখন তাদের দুজনের বাড়িতেই তাদের সম্পর্কের কথা জানে। এই মুহূর্তে বিয়ের পরিকল্পনা না থাকলেও চুটিয়ে প্রেম করতে চান দুজনেই।