• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিচ্ছেদ দিয়ে শুরু নতুন বছর, পাঁচ বছরের প্রেমের সম্পর্ক ভাঙল ‘লক্ষী কাকিমা’র হাঁস শার্লির

বাংলা সিরিয়াল (Bengali Serial) প্রেমী দর্শকদের দারুন পছন্দের একটি সিরিয়াল হল জি বাংলার লক্ষী কাকিমা সুপারস্টার (Lokhi Kakima Superstar)। এই সিরিয়ালে লক্ষ্মী কাকিমার বৌমা হংসিনীর (Hongshini) চরিত্রটি কিন্তু দারুন পছন্দ করেন দর্শক। ধারাবাহিকে এই চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী শার্লি মোদক (Sharly Modak)। যদিও নিত্য-নতুন সিরিয়ালের কোপে ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে ধারাবাহিকের অন্তিম পর্বের শুটিং।

যদিও এখনও পর্যন্ত জানা যায়নি কবে টিভির পর্দায় এই সিরিয়ালের অন্তিম পর্বের সম্প্রচার হবে। তবে যেহেতু এখন শটিং নেই তাই সিরিয়াল শেষ করে ছুটির মেজাজেই  রয়েছেন পর্দার লক্ষ্মী কাকিমার হাঁস। কিন্তু নতুন বছরের শুরুতেই মন খারাপ হয়ে গেল শার্লি ভক্তদের। কারণ সদ্য দীর্ঘদিনের প্রেমিক মৃত্যুঞ্জয় ভট্টাচার্যের (Mrityunjay Bhattacharya) সাথে ব্রেক আপ (Break Up) হয়েছে অভিনেত্রীর।

   

Lokkhi Kakima Superstar actress Sharly Modak opens up about her break up

প্রসঙ্গত এই সম্পর্ক নিয়ে কোনোদিনই রাখঢাক ছিল না অভিনেত্রীর। একসাথে চুটিয়ে ছবিও শেয়ার করেছেন তারা। শার্লি ভালোবেসে তাঁকে নীল বলে ডাকেন। প্রসঙ্গত অভিনেত্রীর প্ৰাক্তন প্রেমিকও যুক্ত একই পেশার সাথে। বেশ পরিচিত মডেল তিনি। শার্লির নীলের প্রায় পাঁচ বছরের সম্পর্ক। কিন্তু হঠাৎ এই সম্পর্কে ভাঙন ধরল কিভাবে ?

সম্প্রতি এপ্রসঙ্গে জানতে আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হয়েছিল অভিনেত্রীর সাথে।  উত্তরে অভিনেত্রী জানিয়েছেন ‘আমার আর নীলের এটা যৌথ সিদ্ধান্ত। তবে বাইরে যে যা খুশি আমার সম্পর্কে বলতে পারেন। তাতে যদিও আমার কিছু যায়-আসে না’। জানা গিয়েছে লক্ষ্মী কাকিমা সুপারস্টার সিরিয়ালের শুটিং চলাকালীনই নাকি সম্পর্ক ভেঙে গিয়েছে শার্লির।

বাংলা সিরিয়াল,Bengali Serial,লক্ষী কাকিমা সুপারস্টার,Lokhi Kakima Superstar,শার্লি মোদক,Sharly Modak,হংসিনী,Hongshini,বিচ্ছেদ,Break Up,মৃত্যুঞ্জয় ভট্টাচার্য,Mrityunjay Bhattacharya

এছাড়া এদিন বিচ্ছেদের কথা স্বীকার করে নিয়ে অভিনেত্রী বলেছেন ‘হ্যাঁ, প্রায় পাঁচ বছর পর আমি সিঙ্গল। এই সময়টা বেশ উপভোগ করছি। এক হাতে তো আর তালি বাজে না। আমি এখন বেশ খুশি। মনে হচ্ছে, একধাক্কায় অনেকটা বড় হয়ে গিয়েছি। নিজের সঙ্গে কাটানো মুহূর্তগুলো খুব উপভোগ করছি’। তবে আপাতত সিনেমা সিরিজ দেখে ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী। এছাড়া এদিন শার্লি জানিয়েছেন ভালো চরিত্র না পাওয়া পর্যন্ত অভিনয়ে ফিরবেন না তিনি।

site