এখনকারদিনে বাংলা সিরিয়ালের নতুন ট্রেন্ড অল্প দিনেই সিরিয়াল শেষ করে দেওয়া। জোর করে ইলাস্টিকের মতো টানতে বড় না করে অসময়েই শেষ করে দেওয়া হচ্ছে একের পর এক সিরিয়াল। কারও বয়স মাত্র ৩ মাস তো কারও বড়জোর এক বছর।নিয়ম মেনে শেষ হয়ে যাচ্ছে একের পর এক সিরিয়াল। এই মুহূর্তে শেষের মুখে জি বাংলার এমন এমনই একটি জনপ্রিয় ধারাবাহিক ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ (Lokhi Kakima Superstar)।
গত বছরের ফ্রেব্রুয়ারি মাসে ভালোবাসার দিনেই অর্থাৎ ১৪ ফ্রেব্রুয়ারি বাংলা টেলিভিশনের পর্দায় এসেছিলেন এক নতুন কাকিমা ‘লক্ষ্মীকাকিমা সুপারস্টার’। এই চরিত্রে বিগত প্রায় এক বছর ধরে ফুল অন এনার্জি নিয়ে দর্শকদের মনোরঞ্জন করে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। গত বছরের শেষেই ৩০ ডিসেম্বর সম্পন্ন হয়েছে এই ধারাবাহিকের অন্তিম পর্বের শুটিং।
অন্তিম পর্বের শুটিং শেষে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন অভিনেত্রী। স্মৃতির পাতা উল্টে এই এক বছরের সফরের বিভিন্ন মুহূর্তের একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছিলেন ছোটপর্দার লক্ষ্মী কাকিমা। ক্যাপশনে তিনি লিখেছিলেন ‘আজ আমার লক্ষ্মী কাকিমা সুপারস্টার এর লাস্ট শুটিং ছিলো। একটা ধারাবাহিক যখন শেষ হয়ে যায় কি হয়! সবাই বলবে কি আবার হয় নতুন ধারাবাহিক শুরু হয়। কিন্তু এই যে তিল তিল করে প্রতিদিন একটি পরিবার তৈরী হয়, সেই সমগ্র পরিবারটার অর্থাৎ সব অভিনেতা অভিনেত্রী ও কলা কুশলীদের আবেগর মৃত্যু হয়, এবং একাধিক বার সেই যন্ত্রণা ভোগ করতে হয়’।
খুব স্বাভাবিক ভাবেই অভিনেত্রীর এই পোস্টে ফুটে উঠেছিল সিরিয়াল শেষ হয়ে যাওয়ার যন্ত্রণা। যদিও ইতিমধ্যেই দর্শকরা জেনে গিয়েছেন খুব তাড়াতাড়ি জি বাংলাতেই সঞ্চালনার নতুন দায়িত্বে ফিরছেন অভিনেত্রী। ইন্দ্রাণী হালদারের সাথে ‘ঘরে ঘরে জি বাংলা’-র সঞ্চালনার দায়িত্ব যৌথভাবে সামলাবেন অভিনেত্রী।
এসবের মধ্যেই ভক্তদের এক বিরাট সুখবর দিলেন অভিনেত্রী। সম্প্রতি আনন্দবাজার অনলাইনের সাথে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন এক একটা সময় এক এক রকমের ট্রেন্ড হয়। তাই আগে বাংলা সিরিয়াল দুই থেকে চার বছর চললেও এখন মাত্র চার মাসেই শেষ হয়ে যাচ্ছে সিরিয়াল।
অবশ্য এরপরেই সুখবর দিয়ে অভিনেত্রী জানান ‘তাই আমি কয়েক মাসের মধ্যেই আবার ছোট পর্দায় ফিরব। মাঝে যে ছোট পর্দা থেকে পাঁচ বছরের বিরতি নিয়েছিলাম। এ বার আর করব না। তিন-চার মাসের মধ্যেই ফিরব নতুন সিরিয়ালে আশা করছি’।