• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কোমড়ে শাড়ির আঁচল গুঁজে গোটা টিম নিয়ে বলিউড আইটেম গানে নাচলেন লক্ষ্মী কাকিমা! ভাইরাল ভিডিও

Published on:

অপরাজিতা আঢ্য,টলিউড,জন্মদিন,কেক,শাশুড়ী,Aparajita Adhya,tollywood,লক্ষ্মী কাকিমা সুপারস্টার,lokkhi kakima superstar

বয়স যেন তার কাছে কেবলই একটি মাত্র সংখ্যা। বয়স তড়তড়িয়ে বছর বছর বাড়লেও গ্ল্যামারে তার ছিটেফোঁটা ছাপ ও পড়েনি। কথা হচ্ছে টলিউডের পোড় খাওয়া অভিনেত্রী অপরাজিতা আঢ্যকে নিয়ে৷ দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে টলিউড ইন্ডাস্ট্রিতে দাপিয়ে বেড়াচ্ছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita adhya)। দুর্দান্ত অভিনয়ের জন্য তো বটেই, তার বাইরেও একজন দারুণ মানুষ হিসেবেও অনুরাগীদের খুব পছন্দের কাছের একজন হয়ে উঠেছেন অভিনেত্রী অপরাজিতা।

সম্প্রতি ৪৪ বছরে পা দিয়েছেন এই নামজাদা অভিনেত্রী। এই মুহুর্তে দীর্ঘ কয়েক বছরের বিরতির পর নতুন ধারাবাহিক ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ (Lokhkhi kakima superstar) নিয়ে ছোট পর্দায় ফিরেছেন অপরাজিতা আঢ্য। আর শুরুতেই Trp এর তালিকায় বেশ পাকাপোক্ত জায়গাও করে নিয়েছে এই ধারাবাহিক। আর হবে নাই বা কেন, অপরাজিতার প্রাণখোলা ঝলমলে অভিনয়ের ভক্ত তো আট থেকে আশি সকলেই।

Aparajita Adhya New Bengali Serial Lokkhi Kakima Superstar অপরাজিতা আঢ্য লক্ষী কাকিমা সুপারস্টার

এই ধারাবাহিকের হাত ধরেই দীর্ঘদিন পর ছোট পর্দায় মুখ দেখিয়েছেন অপরাজিতা আঢ্য, দেবশঙ্কর হালদারের মতো দাপুটে ছোট পর্দার তারকারা। স্বভাবতই ধারাবাহিক সম্প্রচারের প্রথম পর্ব থেকেই দর্শকদের বেজায় মনে ধরেছে লক্ষ্মী কাকিমাকে। মাঝ বয়সী মধ্যবিত্ত বাড়ির বউ লক্ষ্মী পেশায় একজন মুদী দোকানদার। একটা একান্নবর্তী সংসার একা হাতেই চালান তিনি। বাড়ি সারানোর জন্য বিশাল অঙ্কের টাকা লোন নিতে হয়েছিল লক্ষ্মীর পরিবারকে, পাওনাদারদের টাকা মেটাতে যখন হিমসিম খাচ্ছে গোটা পরিবার, তখন লক্ষ্মীর দোকানটাই একমাত্র ভরসা।

অপরাজিতা আঢ্য,টলিউড,জন্মদিন,কেক,শাশুড়ী,Aparajita Adhya,tollywood,লক্ষ্মী কাকিমা সুপারস্টার,lokkhi kakima superstar

এই মুহুর্তে এই ধারাবাহিকের শ্যুটিং এর কাজেই ব্যস্ত অপরাজিতা। তবে অভিনয়ের পাশাপাশি নাচেও দারুণ পারদর্শী লক্ষ্মী কাকিমা। তার ইন্সটাগ্রাম হ্যান্ডেল খুললেই চোখে পড়ে অপরাজিতার নিত্য নতুন নাচের ভিডিও। এবার ধারাবাহিকের আরও দুই চরিত্রের সাথেই, লক্ষ্মী কাকিমার সাজে কোমড়ে আঁচল গুঁজে বলিউডের আইটেম গান ‘কাভি ইয়ার কাভি পেয়ার’ গানে তুমুল নাচলেন লক্ষ্মী কাকিমা। সাথে তার মন মাতানো এক্সপ্রেশন। সব মিলিয়ে এই রিল ভিডিও ভাইরাল নেটপাড়ায়।

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥