বাঙালিদের বিনোদন বলতে সন্ধ্যে হলেই চায়ের কাপ, আর চপ মুড়ির সাথে রকমারি সিরিয়াল দেখার চাহিদা। আর সেসব চাহিদা মেটাতেই দর্শকদের চাহিদা মতো নিত্যনতুন সিরিয়াল এনে হাজির করে ছোট পর্দার বিভিন্ন চ্যানেল গুলি। বস্তাপচা কন্টেন্ট সরিয়ে রেখে রকমারি নতুন নতুন গল্প, নতুন মুখ, কিংবা প্রবাদ প্রতিম অভিনেতা অভিনেত্রীদের নিয়ে শুরু হচ্ছে একাধিক ধারাবাহিক।
সেরকমই জি বাংলার পর্দায় অতিসম্প্রতি এসেছে নতুন ধারাবাহিক, ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’। এর কিছুদিন আগেই শুরু হয়েছে আরও দুটি নতুন ধারাবাহিক ‘পিলু’, ‘খুকুমণি হোম ডেলিভারি”। Trp এর দৌড়ে ইতিমধ্যেই বেশ পাকাপোক্ত জায়গা করে নিয়েছে এই দুই ধারাবাহিক। বলাই বাহুল্য অপরাজিতা আঢ্য অভিনীত ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ নিয়েও দর্শকদের মধ্যে উত্তেজনা ছিল প্রবল।
এই ধারাবাহিকের হাত ধরেই দীর্ঘদিন পর ছোট পর্দায় মুখ দেখিয়েছেন অপরাজিতা আঢ্য, দেবশঙ্কর হালদারের মতো দাপুটে ছোট পর্দার তারকারা। স্বভাবতই ধারাবাহিক সম্প্রচারের প্রথম পর্ব থেকেই দর্শকদের বেজায় মনে ধরেছে লক্ষ্মী কাকিমাকে।
মাঝ বয়সী মধ্যবিত্ত বাড়ির বউ লক্ষ্মী পেশায় একজন মুদী দোকানদার। একটা একান্নবর্তী সংসার একা হাতেই চালান তিনি। বাড়ি সারানোর জন্য বিশাল অঙ্কের টাকা লোন নিতে হয়েছিল লক্ষ্মীর পরিবারকে, পাওনাদারদের টাকা মেটাতে যখন হিমসিম খাচ্ছে গোটা পরিবার, তখন লক্ষ্মীর দোকানটাই একমাত্র ভরসা।
ধারাবাহিকের প্রথম পর্বেই দেখানো হয়েছে একা হাতে বাজার, দোকানের সমস্ত কাজ সেরে বাড়ি ফেরার পথে লক্ষ্মী কাকিমার হাত থেকে ‘টাকার ব্যাগ’ ছিনিয়ে নিয়ে সাইকেল করে পালানোর চেষ্টা করে দুই পকেটমার৷ আর তাদের ধরতেই ভ্যান চালিয়ে চোরেদের পিছনে ধাওয়া করেন লক্ষ্মী কাকিমা। শেষ মেশ তাদের ধরে বেশ উত্তম মধ্যম দেনও তিনি। আর এই ভিডিও ইতিমধ্যেই নেটপাড়ায় বেজায় ভাইরাল। অপরাজিতা আঢ্যর দুর্দান্ত অভিনয় চোখে লেগে রয়েছে দর্শকদের।