• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

যেখানে বাঘের ভয়, সেখানে সন্ধ্যা হয়! লুকিয়ে প্রেম করতে গিয়ে মায়ের হাতে ধরা পড়ল দুলাল-রিয়া

দিনে দিনে দর্শকমহলে হু হু করে বাড়ছে বাংলা সিরিয়ালের জনপ্রিয়তা।আর তা হবে নাই বা কেন! দর্শকদের মনের ক্লান্তি দূর করতে কিন্তু বিনোদনমূলক সিরিয়াল গুলির জুড়ি মেলা ভার। তাই দর্শকদের চাহিদা পূরণ করার কথা ভেবেই এখন গোটা সপ্তাহজুড়ে চলতে থাকে নিত্যনতুন সিরিয়ালের মেলা। জি বাংলার পর্দায় সম্প্রচারিত এমনই একটি ভিন্ন স্বাদের সিরিয়াল হলো লক্ষী কাকিমা সুপারস্টার (Lokhi Kakima Superstar)

সাংসারিক কূটকচালি কিংবা পরকীয়া নয় বরং এই এই সিরিয়ালের মধ্যবিত্ত বাঙালি পরিবারের। তাই একেবারে একেবারে বাস্তব জীবন থেকে উঠে আসা মাঝবয়সী লক্ষীকাকিমার সারল্য,তার ব্যবসায়িক বুদ্ধি ,একহাতে গোটা সংসারের হাল ধরা এই সবটাই একেবারে শুরু থেকেই মন ছুঁয়ে গিয়েছে বাংলার সিরিয়ালপ্রেমী দর্শকদের। এই কারণেই সিরিয়ালের অন্যতম মূল ইউএসপি হলেন সিরিয়ালের নায়িকা অর্থাৎ লক্ষী কাকিমা অভিনেত্রী অপরাজিতা আঢ্য নিজেই।

   

লক্ষী কাকিমা সুপারস্টার,Lokhi Kakima Superstar,লক্ষী কাকিমা,LokhiKakima,দুলাল,Dulal,রিয়া,Riya,মজার ভিডিও,Funny Video

এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন দুলালের সাথে হংসিনীর মিথ্যে বিয়ের নাটক করার সত্যিটা জানার পর থেকে একেবারে মন ভেঙে গিয়েছে লক্ষ্মী কাকিমার। একটা সময় ছিল যখন এই হংসিনীই ছিল তার নয়নের মণি। অথচ এখন তাকেই  আর সহ্য করতে পারছে না লক্ষ্মী।  কথায় বলে একবার বিশ্বাস ভেঙে গেলে তা ফিরে পাওয়া মুশকিল।

লক্ষী কাকিমা সুপারস্টার,Lokhi Kakima Superstar,লক্ষী কাকিমা,LokhiKakima,দুলাল,Dulal,রিয়া,Riya,মজার ভিডিও,Funny Video

হংসিনীর ক্ষেত্রেও তেমনটাই হয়েছে। কিন্তু হংসিনী তো লক্ষীদির আদর্শ চলে। তাই সে হাল ছাড়বে না, এত সহজে।  এরই মধ্যে সিরিয়ালে দেখা গিয়েছে আলোক বাবু আর হংসিনীর অনেক জোরাজুরির পর চলমান লক্ষ্মী ভান্ডারের প্রজেক্টটা করতে রাজি হয়েছে লক্ষিকাকিমা। তাই সেই ব্যবসার ব্যাপারে আলোচনা করার জন্যই তার সাথে একটা ক্যাফেতে  এসেছে লক্ষ্মী কাকিমা। আর ওই একই ক্যাফেতে তাকে নজরে রাখার জন্য আগে থেকেই বসে রয়েছে আঙ্কেল।

আর সেই একই ক্যাফেতেই  হংসিনীর ভাইয়ের সাথে কফি খেতে এসেছে রিয়া। অন্যদিকে একটা ভালো কাজ করায় দুলালের কাছ থেকে ট্রিট নেওয়ার জন্য সেখানেই  এসেছে হংসিনী। লক্ষ্মী কাকিমার চোখকে ফাঁকি দেওয়া সহজ নয়। তাই শেষ পর্যন্ত মায়ের হাতেই  ওই ক্যাফেতে ধরা পড়ে যায় দুলাল, রিয়া, হংসিনী, হংসিনীর ভাই, এবং দেবুদা সকলেই। সবার প্রথমে ছেলে মেয়ে রিয়া আর দুলালকে হাতের কাছে পেয়ে দুহাতে তাদের কান দুটো মূলে দেয় লক্ষ্মী কাকিমা। সোশ্যাল মিডিয়ায় এই পর্বের ভিডিও ভাইরাল হয়েছে ঝড়ের বেগে যা দেখে হেসে কুটোপুটি খাচ্ছেন নেটিজেনরা।