অপরাজিতা আঢ্য (Aparajita Adhya) মানেই বরাবরই নজরকাড়া অভিনয় তা সে চরিত্রই হোক না কেন। খুব অনায়াসেই সেই নির্দিষ্ট চরিত্রের মুখোশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিয়ে সাধারণ মানুষের আরও বেশি কাছাকাছি চলে আসেন তিনি। শুরু টা ছোট পর্দা দিয়ে হলেও, ধীরে ধীরে নিজের অভিনয় গুণে জায়গা করেছেন নিয়েছেন বড়পর্দাতেও। তাই একদিকে তিনি যেমন ছোট পর্দার দর্শকদের কাছে জল নুপূরের পরিচিত পাগলি, তেমনি বড় পর্দায় প্রাক্তন সিনেমার ‘অ্যাডজাস্টমেন্ট মানেই হেরে যাওয়া নয়’ বলা মালিনি।
আর সম্প্রতি তিনি ফিরে এসেছেন ছোট পর্দায়। জি বাংলার জনপ্রিয় ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ (Lokhi Kakima Superstar) সিরিয়ালে দু’হাতে দশভূজা হয়ে ওঠা লক্ষ্মী কাকিমা হয়েই আবারও মন জয় করে নিয়েছেন বাংলার সিরিয়াল প্রেমীদের। এমনিতে বরাবরই সোশ্যাল মিডিয়ায় নিয়মিত অ্যাক্টিভ থাকেন সকলের প্রিয় এই অভীনেত্রী। তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ঢুঁ দিলেই বোঝা যায় বয়স নিয়ে সমস্ত মিথ ভেঙে চুড়ে দিনের পর আরও বেশি সুন্দরী হয়ে উঠছেন অভিনেত্রী।
আধুনিক পোশাক আশাক হোক কিংবা চিরাচরিত ঐতিহ্যবাহী শাড়ি সবেতেই বরাবরই সমান সুন্দর অভিনেত্রী। তিনি যাই পড়েন তাতেই দারুন মানায় তাকে। তাই ফেসবুক হোক কিংবা ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়ায় পর্দার লক্ষ্মী কাকিমার পোস্ট মানেই তা ভাইরাল হতে বেশি সময় লাগে না। আর এখন তো মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং গানের রিল ভিডিও হোক কিংবা, সিরিয়ালের নতুন লুক ও শেয়ার করতে দেখা যায় অভিনেত্রী কে।
এই যেমন মাত্র কদিন আগেই, বলিউডের জনপ্রিয় আইটেম নাম্বার ‘কভি আর, কভি পার’ গানে নেচে তুমুল সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছিলেন অভিনেত্রী। আর এদিন মেক রুমে বসে নিজের ভোল বদলের একটা গোটা ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী অপরাজিতা। ব্যাকগ্রাউন্ডে বাজছে জনপ্রিয় হিন্দি গান ‘বাত্তামিজ দিল’।
View this post on Instagram
এই ভিডিওটির প্রথমেই দেখা যাচ্ছে পাঞ্জাবি সর্দারজিদের মতোই একে একে মোটা মোটা দাঁড়ি, গোঁফ লাগানো হচ্ছে অভিনেত্রীর মুখে। এরপরেই দেখা পাঞ্জাবি স্টাইলে চুল বেঁধে এক জায়গায় করে মাথায় সবুজ পাগড়ি খাটিয়ে, কালো স্যুট, ব্যুটে আর চশমা পরে স্টাইল করছেন পাল্টে যাওয়া এই লক্ষ্মী কাকিমা। কারণ সম্পুর্ণ মেক আপ কমপ্লিট হওয়ার তাকে দেখে চেনাই যাচ্ছে না। একথা জানিয়ে বিস্ময় প্রকাশ করেছেন নেটিজেনরাও।