• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আর একঘেয়ে কান্নাকাটি নয়! এবার TRP-তে তাক লাগাবে জি বাংলার অ্যাকশনে ভরপুর ‘জগদ্ধাত্রী’

বাঙালির বিনোদনের ডেলিডোজস মানেই মেগা সিরিয়াল। সিরিয়াল মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিষয়। আর এখনকার দিনে বিনোদন আর সিরিয়াল যেন একে অপরের পরিপূরক হয়ে উঠেছে। তবে বাংলার দর্শকদের সাথে সিরিয়ালের সম্পর্ক কিন্তু আজকের নয়। দিনের পর দিন দর্শকমহলে বেড়েই চলেছে বাংলা সিরিয়ালের চাহিদা।

ফিরে দর্শকদের এই চাহিদাকে গুরুত্ব দিয়েই প্রতিনিয়ত আনা হচ্ছে নিত্য নতুন সিরিয়াল । আর ইদানিং যেন নতুন সিরিয়ালের একেবারে ধুম পড়ে গিয়েছে। বিনোদন জগতে একের পর এক শুরু হচ্ছে নতুন সিরিয়াল।আসলে ইদানিং একঘেয়েমি একেবারেই পছন্দ করছেন না দর্শক। তাছাড়া একথা কিন্তু ঠিক যে কোনো সিরিয়াল শুরুর দিকে যতটা ইন্টারেস্টিং লাগে গল্প এগনোর সাথে সাথে তার মধ্যে এসে যায় নানান অপ্রাসঙ্গিক কাহিনী।

   

Zee Bangla Jagaddhatri Serial 1st Episode

যার ফলে টিআরপি দৌড়ে এগিয়ে থাকার জন্য বেশিরভাগ সিরিয়ালেই গল্পের গরু গাছে ওঠে। শেষ পর্যন্ত দেখা যায় যে বিষয়টাকে কেন্দ্র করে সিরিয়াল শুরু হয়েছিল আগামী দিনে তার সাথে কোন মিলই থাকেনা তার। তাই এখনকার দিনে আর সিরিয়ালের গল্প টানতে টানতে ইলাস্টিকের মত বড় না করে নির্দিষ্ট সময়েই তা শেষ করে দেয়া হচ্ছে।

Jagadhatri,জগদ্ধাত্রী,Action Scene,অ্যাকশন দৃশ্য,Ankita Mallick,অঙ্কিতা মল্লিক,Soumyadeep Mukherjee,সৌম্যদীপ মুখোপাধ্যায়
এই একই কারণেই কদিন আগেই জি বাংলার পর্দায় শেষ হয়েছে উমা। তার বদলে চলতি সপ্তাহেই অর্থাৎ ২৯ শে আগস্ট থেকে শুরু হয়েছে নতুন ধারাবাহিক জগদ্ধাত্রী। এই ধারাবাহিকের প্রথম প্রমো প্রকাশ্যে আসার পর থেকেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল টেলি জগতে। এই ধারাবাহিকে জগদ্ধাত্রী চরিত্রে অভিনয় করছেন নতুন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক (Jagadhatri) ।

তার বিপরীতে স্বয়ম্ভুর চরিত্রে রয়েছেন অভিনেতা সৌম্যদীপ মুখোপাধ্যায় (Soumyadeep Mukherjee)। ইতিমধ্যেই এই সিরিয়াল যারা দেখছেন তারা সকলেই জানেন নায়িকা জগদ্ধাত্রী বাড়িতে একেবারে ঘরোয়া শান্তশিষ্ট মেয়ে হলেও আদতে সে পেশায় একজন ক্রাইম ব্রাঞ্চ অফিসার। তাই বাইরে গুন্ডা মাফিয়া দের হাত থেকে অসহায় মানুষদের রক্ষা করাই তার কাজ। তার বিপরীতে থাকা স্বয়ম্ভু নিজেও একজন ক্রাইম ব্রাঞ্চ অফিসার।

তাই অসহায় মানুষের পাশে দাঁড়াতে মাঝেমধ্যেই তাদের অ্যাকশনে যেতে দেখা যাচ্ছে। ফলে স্বাভাবিকভাবে এই ধারাবাহিক জুড়ে থাকবে বেশ কিছু অ্যাকশন সিকোয়েন্স। যা ইতিমধ্যেই দৃষ্টি আকর্ষণ করেছে দর্শকদের । আর তাই জগদ্ধাত্রীর অ্যাকশন সিকোয়েন্স দেখে অনেকেই বলছেন বাংলা টেলিভিশনে এই প্রথম মেয়েদের দিয়ে এমন অ্যাকশন সিকুয়েন্স করানো হচ্ছে। তবে জগদ্ধাত্রী চরিত্রে অঙ্কিতার অভিনয় দর্শকমহলে তৈরি করেছে মিশ্র প্রতিক্রিয়া। কারো কারো তার অভিনয় একেবারেই পছন্দ হয়নি আবার কারো কারো মতে ভালোই অভিনয় করছেন অঙ্কিতা ।