বাচ্চা (Kids) সকলেই ভালোবাসে, ছোট বাচ্চাদের ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া বেশ মুশকিল এ জগতে। বাড়িতে একটা বাচ্চা থাকলেই যেন সারা বাড়ি আনন্দে আর খুশিতে ভরে ওঠে। সারাদিন খেলা আর নানা দুস্টুমি নিয়ে মেতে থাকে বাড়ির ছোট সদস্যরা। তবে বাচ্চাদের যেমন ভালো লাগে তেমনি তাদের ঠিক মত খাওয়া দাওয়া করানো আর পড়তে বসানো কিন্তু যথেষ্ট ঝক্কির কাজ।
এমন অনেক ছেলেমেয়ে আছে যারা ঠিক সময়ে খেয়ে নেয় ও পড়ার সময় পড়তে বসে। কিন্তু এমন বাচ্চাদের সংখ্যাও কম নয় যাদের না তো সময়মত খাওয়ানো যায় আর না পড়তে বসানো বা পোড়ানো যায় সহজে। পড়তে বসলেই যেন গায়ে জ্বর চলে আসে! কারো শরীর খারাপ মনে হয় তো কারো ঘুম পায় কতশত বাহানা। খানিক রাগ হলেও আসলে কিন্তু তাদের কান্ড কারখানা দেখলে হাসিও পায়।
আজকাল স্মার্টফোন আর ইন্টারনেটের যুগে সকলেই বিশেষ মুহূর্ত থেকে শুরু করে মজার মুহূর্তগুলি ক্যামেরাবন্দি করে। আর সেই সমস্ত ভিডিও শেয়ার করে নেয় সোশ্যাল মিডিয়াতে যা মাঝে মধ্যেই ভাইরাল (Viral) হয়ে পড়ে। আর এই ভাইরাল ভিডিওর মধ্যে রয়েছে বাচ্চাদের কিছু ভিডিও যা দেখলে আপনিও হেসে ফেলবেন। কেউ পড়তে বসে ঘুমে ঢুলে পড়ে যাচ্ছ এতো কেউ একরাশ অভিযোগ উগরে দিচ্ছে। এমনই এক খুদে পড়ুয়ার ভিডিও এবার ভাইরাল হয়ে পড়েছে নেটপাড়ায়।
ভাইরাল এই ভিডিওতে স্কুলের দিদিমণির রাগ ভাঙাতে দেখা যাচ্ছে এক পুচকে ছেলেকে। স্কুলের ক্লাসের মধ্যে চেয়ারে বসে আছেন দিদিমণি। আর তার সামনে দাঁড়িয়ে স্কুলড্রেস পড়া এক পুচকে ছেলে, যে কিনা ম্যামের রাগ ভাঙানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। বোঝাই যাচ্ছে দুস্টুমি করেছে সে, তবে তার ম্যামের কাছে গিয়ে মিষ্টি করে রাগ ভাঙানোর কান্ড ক্যামেরাবন্দি করে শেয়ার করতেই মন কেড়েছে নেটিজেনদের।
https://twitter.com/Gulzar_sahab/status/1569327422000230400
ভিডিওতে ম্যাম ছেলেটিকে বলছেন, তোমার সাথে কথা বলবো না, আমি রাগ করেছি। তখনই খুদের বক্তব্য, আর হবে না ম্যাম! সত্যি বলছি। যদিও শুরুতে ম্যাম কিন্তু সে কথা মানতে নারাজ তবে শেষে ছোট্ট ছেলের মিষ্টি কথায় গলেই গেলেন তিনি। আর দুস্টুমি না করার প্রমিস করিয়ে চেয়ে নিলেন হামি। লক্ষী ছেলের মত ম্যামের গালে হামি দিল সেই খুদে। এমন একটা মিষ্টি ভিডিও কি আর ভাইরাল না হয়ে থাকতে পারে।
যেমনটা জানা যাচ্ছে, উত্তরপ্রদেশের প্রয়াগরাজের একটি স্কুলের ঘটনা এটি। ভিডিওটি নেটিজেনদের মন জয় তো করেছেই সাথে উস্কে দিয়েছে ছোটবেলার অনেক স্মৃতি। কারণ ছোটবেলায় স্কুলে দুস্টুমি করলে যেমন শাস্তি পেতে হত, তেমনি ভালোও বাসতেন শিক্ষক শিক্ষিকারা। ভাইরাল এই ভিডিও সেই স্মৃতিই জাগিয়ে দিল অনেকের মনে।