• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মনে পড়ে কুছ কুছ হোতা হ্যায় এর ছোট্ট সর্দারকে! ১৯৯৮ এর পারজান এবার বিয়ে করতে চলেছে

Published on:

নব্বই এর দশকের জনপ্রিয় ছবি গুলির মধ্যে অন্যতম হল ‘কুছ কুছ হোতা হ্যায়’ (Kuch Kuch Hota Hai)। কিছু দিন আগেই ছবিটির ২২ বছর পূর্তি সেলেব্রেটি  কাজল (Kajol)। ছবিতে কাজল ও রানী মুখার্জীর (Rani Mukherjee) সাথে শাহরুখ খানকে (Shahrukh Khan) দেখা গিয়েছিল। ছবির রোমান্টিক সিন থেকে শুরু করে গান সব কিছুই আজও হিট।

‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিতে একটি ছোট্ট ছেলে ছিল ছোটে সর্দারের চরিত্রে। মনে আছে সেই ছোট্ট ছেলেটিকে। আজ সে অনেক বড় হয়ে গিয়েছে। বিয়ে করতে চলেছে ১৯৯৮ এর সেই ছোটে সর্দারের ছবি করার সময় বয়স ছিল মাত্র ৬ বছর। ছোটে সর্দারের আসল নাম হল পারজান দস্তুর (Parjaan Dastur)।

৬ বছরের পারজান এখন ২৮ বছরের হ্যান্ডসম ব্যাচেলার। তবে বলিউডের সাথে কোনো যোগাযোগ নেই তার। ১৯৯৮ এর ‘কুছ কুছ হোতা হ্যায়’ প্রথম আর শেষ ছবি পারজানের। ছবির একটি ডায়লগের রেশ রয়েছে আজও। ‘তুসি যা রাহে হো, মত যাও’ ডায়লগে আজও অনেকেই পিছন ফায়ার তাকান।

পারজান আগামী বছরের ফ্রেবুয়ারী মাসে বিয়ে করতে চলেছে। নিজেই সেই খবর সোশ্যাল মিডিয়াতে জানিয়েছে। সাথে প্রেমিকাকে প্রপোজ করার একটি ছবিও শেয়ার করেছে। ছবিতে সমুদ্রের ধারে প্রেমিকা দোলনা শ্রফকে প্রপোজ করেছেন পারজান।

পারজানের বিয়ের খবরে ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির স্মৃতি যেন আবার ফিরে এসেছে। ছোট্ট সর্দারের বিয়ের খবর এখন  নেটদুনিয়াতে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥