• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মানুষের মত গানের তালিম নিচ্ছে পুচকে কুকুর ছানা! নেটপাড়ায় তুমুল ভাইরাল কিউট ভিডিও

Published on:

মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধ হল কুকুর (Dog)। এ কথা ছোট থেকেই শিখে এসেছেন অনেকেই। শুধু যে বিশ্বস্ত তাই নয়, মানুষের সঙ্গী হিসাবেও কুকুর দারুন এক প্রাণী। অনেকেই বাড়িতে পোষ্য হিসাবে কুকুর পুষে থাকেন। আর মালিকদের সাথে মজা করতে ও মালিকের সাথে খুনসুটি করতে বেশ মজা পায় এই কুকুর ছানারা।

অনেকেই নিজেদের পোষ্য কুকুরের সাথে কাটানো নানান মজার ভিডিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে। আর সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে পড়া হাজারো ভাইরাল ভিডিওর (Viral Video) মধ্যে কুকুরের মজাদার এই ভিডিওগুলিও ভাইরাল হয়ে পরে। কখনো বল ছুড়ে দিলে দৌড়ে বল নিয়ে এসে হাজির হচ্ছে। কখনো প্রশিক্ষণ নিচ্ছে কুকুর, তো কখনো দারুন সব খেলা দেখাচ্ছে কুকুর। মাঝে মধ্যে আবার ঘরের জিনিসপত্র তোলপাড় করে নির্দোষের মত করুন দৃষ্টিতে তাকিয়ে থাকে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এরখমই একটি পোষ্য কুকুরের ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল এই ভিডিওতে একটু পুচকে কুকুর ছানাকে (Puppy) দেখা যাচ্ছে। ঠিক যেভাবে মানুষেরা গানের তালিম নেয়, সেভাবেই মালিকের থেকে গান শিখছে এই পুচকে কুকুর ছানা। সাদা ধবধবে কুকুর ছানা, প্রথমে মালিক তথা গানের গুরুর গান মন দিয়ে শুনছে। তারপর নিজের মতন করে সেটা গাওয়ার চেষ্টা করছে। পুচকে কুকুর ছানার এমন কিউট ভিডিও শেয়ার করা মাত্রই ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে।

আর হবে নাই বা কেন! পুচকে কুকুর ছানার এমন গানে শেখার ভিডিও তো আর রোজ রোজ দেখা যায় না! ইতিমধ্যেই ৯০ হাজারেরও বেশিবার দেখা হয়ে গিয়েছে ভিডিওটি। ভিডিও দেখে বেশিরভাগ নেটিজনদেরই মন গোলে গিয়েছে।

https://twitter.com/animalIife/status/1338132898575212544

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥