• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ছোট্ট কুকুরছানার পিঠে চড়ে ঘুরে বেড়াচ্ছে ঘুঘুপাখি, মিষ্টি বন্ধুত্বের ভিডিও মন কেড়েছে নেটিজেনদের

Updated on:

Viral Video Lovey rides puppy

ইন্টারনেটে হাজারো ভাইরাল ভিডিওর (Viral Video) ভিড়ে কিছু ভিডিও মন ছুঁয়ে যায়। মন ছুঁয়ে যাওয়ার এই ভিডিওতে কখনো ছোট্ট বাচ্ছাদের তো কখনো আবার কিউট সমস্ত পশুপাখিদের দেখা যায়। ভিডিওগুলি প্রমান করে বন্ধুত্ব একেবারেই নিষ্পাপ ও পবিত্র। আই এই সমস্ত ভিডিও ভাইরাল হলে গোটা পৃথিবীর কাছে পৌঁছাতে খুব বেশি দেরি লাগে না।

সম্প্রতি একটি মন ভালো করে দেবার মত কিউট বন্ধুত্বের ভিডিও ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। ভিডিওটিতে একটি ছোট্ট পাপ্পির অর্থাৎ কুকুর ছানার সাথে এক ঘুঘুপাখির (Dove) বন্ধুত্ব দেখা যাচ্ছে। যা সত্যিই যেমন অনবদ্য তেমনি মন ভালো করে দেবার মত।

Viral Video Lovey rides puppy

ভিডিওতে যে ঘুঘুটিকে দেখা যাচ্ছে তার নাম লাভি। লভিকে এক নির্মাণকাজের সঙ্গে যুক্তি ব্যক্তি কোনো এক পার্কিং রাম্পে কাজ করার সময় দেখতে পেয়েছিলেন। এরপর লভিকে নিজের সাথে নিয়ে এসে বেশ কিছুদিন নিজের কাছেই রাখেন ওই ব্যাক্তি। এরপর ছোট্ট লভিকে ভালোভাবে যত্ন ও সামলানোর জন্য মিয়া ফাউন্ডেশনে নিয়ে আসেন। প্রথমে ঠিক হয়েছিল বড় হয়ে উড়তে শেখা পর্যন্ত তাদের কাছেই থাকবে লাভি।  এরপর উড়তে শিখে গেলে ছেড়ে দেওয়া হবে তাকে। কিন্তু যতবারই লভিকে অন্যত্র ছাড়ার চেষ্টা করা হয়েছে লাভি উড়ে উড়ে ফিরে এসেছে তাদের কাছে।

Viral Video Lovey rides puppy

এখন মিয়া ফাউন্ডেশনের মালিক রজার্স এর বাড়িতেই রয়েছে লাভি। লাভি রজার্সের বাড়িতে থাকা বাকি পশুপাখিদের সাথে খেলতে দারুন ভালোবাসে। বাড়িতে রয়েছে একটি ছোট্ট কুকুরছানা, যার সাথে লাভি খেলতে পছন্দ করে বেশ। প্রায় সারাক্ষণই কুকুরচনাটির সাথে খেলায় মত্ত থাকে লাভি। একসময় দেখা যায় কুকুরছানাটির পিঠে চড়ে ঘুরে বেড়াচ্ছে লাভি।

এই ঘটনার একটি ভিডিও ক্যামেরাবন্দি করে ইন্টারনেটে শেয়ার করা হয়েছে। শেয়ার হবার পর থেকেই ভিডিওটি ব্যাপকভাবে ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। ইতিমধ্যেই কয়েক হাজার মানুষ এই ভিডিওটি দেখেছেন ও দুজনের এই মিষ্টি বন্ধুত্বকে কুর্নিশ জানিয়েছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥