আজকাল ইন্টারনেট আর স্মার্টফোনের যুগে বাচ্চা থেকে বুড়ো সকলেই স্মার্টফোন আর সোশ্যাল মিডিয়া নিয়ে পরে রয়েছে। আর এই সোশ্যাল মিডিয়াতে রোজই দেখা যায় হাজারো ভাইরাল ভিডিও (Viral Video)। কখনো মানুষ তো কখনো কুকুরছানার (Puppy) হাসির সমস্ত কান্ড কারখানা, তো কখনো অবাক করে দেবার মত বা ভয়ঙ্কর কিছু দেখা যায় এই ভাইরাল ভিডিওগুলিতে। আবার বনের থেকে শুরু করে সারা পৃথিবীর পশু পাখির ভিডিও থাকে এই সমস্ত ভাইরাল ভিডিও গুলির মধ্যে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে একটি ছোট্ট কুকুরছানাকে (Puppy) দেখা যাচ্ছে। আমরা সকলেই জানি যে কুকুর হল মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। অনেকেই বাড়িতে পোষ্য হিসাবে কুকুর পুষে থাকেন। আর এই পোষ্যরা মাঝে মধ্যেই আজব সব আচরণ করে বসে। অনেকেই তাদের পোষ্যদের কান্ড কারখানা ভিডিও করে শেয়ার করে দেন সোশ্যাল মিডিয়াতে। এক্ষেত্রেও খানিকটা তাই হয়েছে। তবে, ভিডিওতে ছোট্ট কুকুরছানা বাড়িতে নয় বরং পরীক্ষার হলে রয়েছে।
হ্যাঁ, ঠিকই শুনেছেন! পরীক্ষার হলে ঢুকে পড়েছে এই ছোট্ট কুকুরছানা। সম্ভবত পরীক্ষক তার মালিক আর মালিকের সাথে খেলা করতে চাইছে ওই কুকুরছানা (Puppy)। তাই না বুঝেই ঢুকে পড়েছে পরীক্ষার হলে। আর পরীক্ষকের পায়ে পায়ে ঘুরতে শুরু করে দিয়েছে। কখনো কখনো আবার কামড় দিচ্ছে জুতোতে। এরফলে পরীক্ষকের সকল পরীক্ষার্থীদের ওপর নজর রাখাও কঠিন হয়ে পড়ছিল। ছোট্ট কুকুরছানার এই কাণ্ডের ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার হবার পর বেশ ভাইরাল হয়ে গিয়েছে।
https://youtu.be/Qil9O6sTReU