• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

লোকনাথ বাবার চরিত্র থেকে একেবারে চোর! অরণ্য রায়চৌধুরীকে দেখে অবাক নেটিজেনরা 

Published on:

ছোট্ট লোকনাথ,Little Loknath,অরণ্য রায় চৌধুরী,Aranya Roy Chowdhury,বোধিসত্ত্বের বোধ বুদ্ধি,Bodhisatter Bodh Budhi,জয় বাবা লোকনাথ,Joy Baba Loknath

জি বাংলার অন্যতম জনপ্রিয় একটা সিরিয়াল ছিল ‘জয় বাবা লোকনাথ’ (Joy Baba Loknath)। দু’বছর আগেই টিভির পর্দায় শেষ হয়েছে এই সিরিয়ালের সম্প্রচার। কিন্তু সিরিয়াল এমনই একটি বিষয় যা শেষ হয়ে গেলেও তার রেশ থেকে যায় দর্শকদের মনের মধ্যে। আসলে প্রিয় চরিত্রদের সহজেই ভুলতে পারে না দর্শকরা । তেমনি জি বাংলার এই সিরিয়ালের ছোট্ট লোকনাথ  (Little Loknath)বাবাকে দর্শকদের মনে আছে নিশ্চয়ই।

সিরিয়ালে ছোট লোকনাথের চরিত্রের অভিনয় করে অল্প দিনেই দর্শকদের মন জয় করে নিয়েছিলেন শিশু শিল্পী অরণ্য রায় চৌধুরী (Aranya Roy Chowdhury)। অল্প বয়সেই তার এমন পরিণত অভিনয় সে সময় মুগ্ধ করেছিল দর্শকদের।  প্রসঙ্গত লোকনাথ  সিরিয়াল শেষ হওয়ার অনেক আগেই এই সিরিয়ালে শেষ হয়েছিল তার চরিত্রের মেয়াদ। তাই  তার পরে বড় অবস্থায় লোকনাথের চরিত্রে দর্শক দেখেছেন জনপ্রিয় টেলি অভিনেতা ভাষণ চট্টোপাধ্যায় কে।

ছোট্ট লোকনাথ,Little Loknath,অরণ্য রায় চৌধুরী,Aranya Roy Chowdhury,বোধিসত্ত্বের বোধ বুদ্ধি,Bodhisatter Bodh Budhi,জয় বাবা লোকনাথ,Joy Baba Loknath

তবে লোকনাথ বাবা সিরিয়ালে অভিনয় শেষ হওয়ার পর বহুদিন অরণ্যকে টিভির পর্দায় দেখতে পাননি দর্শক। তাই স্বাভাবিকভাবেই তাকে নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছিল ব্যাপক কৌতূহল।  বর্তমানে তিনি কি করছেন এবং কত বড় হলেন তা জানতে সকলেই ভীষণ আগ্রহী। তবে এখন কিন্তু অরণ্য এখন আর আগের সেই ছোট্ট লোকনাথ বাবা নেই।

ছোট্ট লোকনাথ,Little Loknath,অরণ্য রায় চৌধুরী,Aranya Roy Chowdhury,বোধিসত্ত্বের বোধ বুদ্ধি,Bodhisatter Bodh Budhi,জয় বাবা লোকনাথ,Joy Baba Loknath

এখন দেখতে দেখতে সে বেশ বড় হয়ে গিয়েছে। বলতে গেলে পর্দার ছোটো লোকনাথ এখন এতটাই বড় হয়ে গিয়েছে যে তাকে এক ঝলক দেখে সহজেই চিনতে পারবেন না অনেকেই। এরই মধ্যে ছোট পর্দার এই লোকনাথ বাবা ভক্তদের জন্য এসে গিয়েছে সুখবর।  বহুদিন পর আবার ছোট পর্দায় কামব্যাক করেছেন অরণ্য।

ছোট্ট লোকনাথ,Little Loknath,অরণ্য রায় চৌধুরী,Aranya Roy Chowdhury,বোধিসত্ত্বের বোধ বুদ্ধি,Bodhisatter Bodh Budhi,জয় বাবা লোকনাথ,Joy Baba Loknath

ইদানিং তাকে দেখা যাচ্ছে জি বাংলার একটি নতুন সিরিয়ালে। হ্যাঁ ঠিকই ধরেছেন অরণ্যকে এখন দেখা যাচ্ছে ‘বোধিসত্ত্বের বোধ বুদ্ধি’ (Bodhisatter Bodh Budhi) সিরিয়ালে।  এই সিরিয়ালে অরণ্য হয়েছেন বোধির পিসতুতো দাদা। তবে হঠাৎ এতটা বড় হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই তাকে দেখে প্রথমে কেউ চিনতে পারেননি।

ছোট্ট লোকনাথ,Little Loknath,অরণ্য রায় চৌধুরী,Aranya Roy Chowdhury,বোধিসত্ত্বের বোধ বুদ্ধি,Bodhisatter Bodh Budhi,জয় বাবা লোকনাথ,Joy Baba Loknath

তাছাড়া এই সিরিয়ালে তাকে দুষ্টু চরিত্রে দেখা যাচ্ছে। তাই স্বাভাবিকভাবেই প্রথম সিরিয়ালে লোকনাথ বাবার  চরিত্রে অভিনয় করার পর হটাৎ একেবারে চোরের চরিত্রে অভিনয় করায় তাকে চিনতে স্বাভাবিকভাবে সবার একটু অসুবিধাই হয়েছিল।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥