• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মায়াবী হাসির এই মেয়েকে চিনতে পারছেন? ব্যাপক জনপ্রিয় হয়েও আজ অনেক দূরে সকলের প্রিয় অভিনেত্রী

Published on:

little girl with cute smile is famous actress of bengali serials guess the name

সোশ্যাল মিডিয়ার দৌলাতে মাঝেমধ্যেই ভাইরাল হয়ে ওঠে তারকাদের ছোটবেলার নানান মুহূর্তের ছবি কিংবা ভিডিও। এমনিতেই তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের কৌতূহলের অন্ত নেই। তাই তাদের ছোটবেলার নানান মুহূর্তের অ-দেখা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় লাগে না এক মুহূর্ত।

সম্প্রতি ভাইরাল হয়েছে এমনই একজন জনপ্রিয় অভিনেত্রীর ছোটবেলার নানান মিষ্টি মুহূর্তের ছোট একটি রীল ভিডিও। যদিও তিনি আজ আর আমাদের মধ্যে নেই। তবে কথায় আছে শিল্পীদের মৃত্যু নেই তাই মৃত্যুর পরেও তাঁরা জীবিত থাকেন তাঁদের কাজের মধ্য দিয়ে।  এই অভিনেত্রীও তাঁদের মধ্যেই একজন।

বাংলা সিরিয়াল,Bengali Serial,ঐন্দ্রিলা শর্মা,Aindrila Sharma,টিভি অভিনেত্রী,Tv Actress,যোদ্ধা,Fighter,ঐশ্বর্য শর্মা,Aishwarya Sharma,ভাইরাল ভিডিও,Viral Video

যিনি চিরকাল তাঁর অনুরাগীদের কাছে একজন ‘ফাইটার’ হিসেবেই থেকে যাবেন। এতক্ষণে সকলেই নিশ্চযই বুঝে গিয়েছেন কার কথা বলা হচ্ছে। হ্যাঁ ঠিকই ধরেছেন কথা হচ্ছে বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মাকে (Aindrila Sharma) নিয়ে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,ঐন্দ্রিলা শর্মা,Aindrila Sharma,টিভি অভিনেত্রী,Tv Actress,যোদ্ধা,Fighter,ঐশ্বর্য শর্মা,Aishwarya Sharma,ভাইরাল ভিডিও,Viral Video

দেখতে দেখতে প্রায় পাঁচ মাস হতে চলল অসংখ্য অনুরাগী  বাবা-মা দিদি এবং কাছের মানুষ সব্যসাচী চৌধুরী কে ছেড়ে চির ঘুমের দেশে পাড়ি দিয়েছেন তিনি। লড়াকু ঐন্দ্রিলার কাহিনী এতদিনে জেনে গিয়েছে গোটা দেশ। তাই সকলেই জানেন ছোট থেকেই নানান প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয়েছে এই অভিনেত্রীকে।

Sabyasachi Chowdhury and Aindrila Sharma

দুবার মারণ রোগ ক্যান্সারকে হারিয়ে প্রকৃত যোদ্ধার মতন জীবনের স্বাভাবিক ছন্দে ফিরে এসেছিলেন তিনি। কিন্তু শেষ বার আর রক্ষা হয়নি। কোমায় চলে যাওয়ার পর আর ফেরানো যায়নি ঐন্দ্রিলাকে। ফিরে আসার জন্য লড়াই জারি থাকলেও শেষ পর্যন্ত ব্রেন স্ট্রোক হয় অভিনেত্রীর।

কিন্তু আজও তাঁকে প্রতিনিয়ত ভীষণ মিস করেন তাঁর অসংখ্য অনুরাগী থেকে শুরু করে পরিবারের সদস্য সকলেই। সম্প্রতি তেমনই ঐন্দ্রিলার দিদি ঐশ্বর্য যিনি পেশায় ডাক্তার তিনি  সোশ্যাল মিডিয়ায় ঐন্দ্রিলার ছোটবেলার নানান মুহূর্তের বেশ কিছু ছবি ফটো কোলাজ করে একটি রীল ভিডিও তৈরি করেছিলেন। এই ভিডিও শেয়ার করতেই নিমেষে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে অজান্তেই চোখ ভিজে উঠেছে অনুরাগীদের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥