সোশ্যাল মিডিয়ায় হাজারো ভাইরাল ভিডিও (Viral Video) প্রতিদিন দেখতে পাওয়া যায়। কখনও হাসি মজার তো কখনো আজব সমস্ত কাণ্ডকারখানার ভিডিও চোখে পরে এই ভাইরাল ভিডিওগুলির মধ্যে দিয়ে। তবে, এরই মাঝে কিছু প্রতিভাধারীদের ভিডিও থাকে যা মুগ্ধ করে দেয়। প্রতিভা বলতে যে শুধু নাচ গান তা কিন্তু নয়, নানা ধরণের প্রতিভার খোঁজ মেলে সোশ্যাল মেডীতে। এই যেমন কেউ ভালো গান গাইতে পারে তো কেউ আবার গলা দিয়েই নানান পশু পাখির ডাক ডাকতে পারে।
অবশ্য হাজারো প্রতিভার ভিড়ে খুদে প্রতিভাদেরও প্রতিপত্তি বেড়েছে আজকাল সোশ্যাল মিডিয়াতে। মাঝে মধ্যেই ছোট্ট ছোট্ট ছেলেমেয়েদের নাচ, গান আবৃত্তি করতে দেখতে পাওয়া যায়। আসলে আজকাল প্রতিটা মা বাবাই চান তার সন্তানকে সকলে চিনুক ও সে মানুষের মত মানুষ হোক। সেই কারণে পড়াশোনার পাশাপাশি আরো অন্যান্য প্রতিভার বহিঃপ্রকাশের জন্য সচেষ্ট তারা।
সম্প্রতি এক ছোট্ট মেয়ের কবিতার ভিডিও বেশ ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। বিগত ২৪শে মে ছিল নজরুল জয়ন্তী (Nazrul Jayanti)। ১৮৯৯ সালের ২৪শে মে জন্মগ্রহণ করেছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম (Kazi Nazrul Islam)। এই নজরুল জয়ন্তী উপলক্ষেই মিশা দত্ত নামের ছোট্ট একটি মেয়ে কবিতা পরিবেশন করেছিল। ভিডিওতে কাজী নজরুল ইসলামের লেখা ‘চল চল চল’ কবিতাটি বলতে দেখা যাচ্ছে ছোট্ট মিশাকে।
ছোট্ট মিশাকে দেখতে যতটা মিষ্টি ততটাই বিদ্রোহী সুরে নজরুলের কবিতাটি পাঠ করে শুনিয়েছে সে। দৃপ্ত কণ্ঠে ছোট্ট মিশর এই কবিতা বলার ভিডিও বেশ মনে ধরেছে দর্শকদের। তাই অনেকেই তার কবিতার প্রশংসা করেছেন। ভিডিওটি ধীরে ধীরে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে পড়েছে।