গত বছরে ‘রেস্ট ইন প্রেম (Rest in Prem)’ নামক একটি ওয়েব সিরিজের গান ‘টুম্পা সোনা (Tumpa Sona)’ ব্যাপক ভাইরাল হয়েছে নেটপাড়ায়। ওয়েব সিরিজে দুর্দান্ত নেচে দর্শকদের মন জয় করেছে অভিনেত্রী সুমনা দাস থুড়ি টুম্পা। আর এই টুম্পা ফিভার চড়েছে আট থেকে আশি সকলের মধ্যে। দূর্গা পূজার আগেই লঞ্চ হয়েছিল গানটি। লঞ্চ হবার পর দুর্গাপুজোর মণ্ডপ থেকে ভাসান, বাড়ির হোম থিয়েটার হোক বা ফোনের হেডফোন সর্বত্রই ছেয়ে গিয়েছে টুম্পা।
কখনো দুর্গাপুজোর মণ্ডপে পাড়ার বৌদিদের টুম্পা সোনা দুটো হাম্পি দেনা গানে তুমুল নাচ তো কখনো বয়স্ক দাদুর উদ্যম নাচ টুম্পা গানের তালে তালে। এমনকি খুদে বাচ্চারাও বাদ নেই, ছোট্ট ছোট্ট খুদেদের মুখেও শোনা গেছে টুম্পা সোনা গান। প্রায়শই টুম্পা সোনা গানটি গেয়ে বা গানে তুমুল নেচে ভাইরাল হয়ে পড়ছেন অনেকেই। তুবও থেমে যায়নি টুম্পা ক্রেজ।
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি নাচের ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে। আর ভাইরাল এই নাচের ভিডিওতে টুম্পা সোনা গানে তুমুল নাচ নাচতে দেখা যাচ্ছে একটি ছোট মেয়েকে। সোশ্যাল মিডিয়াতে প্রতিভাবান অনেকেই তাদের প্রতিভা প্রকাশ করেন। তেমনি এই মেয়েটিও তার নাচের প্রতিভা প্রকাশ করেছে। তবে, নাচের জন্য সে বেছে নিয়েছে টুম্পা সোনা গানটিকে। আর বাড়ির উঠনে তুলসী মঞ্চের সামনেই দুর্দান্ত নাচ দেখিয়েছে ছোট্ট মেয়েটি।
সত্যি বলতে গেলে নিজের থেকে বয়সে অনেক বড়দের টেক্কা দিয়েছে এই ছোট্ট মেয়েটি। আর ছোট্ট মেয়ের টুম্পা গানে এই তুমুল নাচের ভিডিও এখন ব্যাপক ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। ইতিমধ্যেই সাড়ে ৬ লক্ষেরও বেশি ভিউ হয়ে গিয়েছে ভিডিওটিতে। দেখে নিন সেই ভাইরাল ভিডিও।