• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দুর্দান্ত ট্যালেন্ট! স্পাইডার ম্যানের মত দেওয়াল বেয়ে উঠছে খুদে মেয়ে, কান্ড দেখে ‘থ’ নেটপাড়া

Updated on:

Little Girl climbs wall like spiderman

সোশ্যাল মিডিয়াতে মাঝে মধ্যেই নানান ভাইরাল ভিডিও (Vral Video) দেখতে পাওয়া যায়। কখনো হাসি মজার তো কখনো অবাক করে দেবার মত সব দৃশ্য দেখতে পাওয়া যায় এই ভাইরাল ভিডিওগুলির মাধ্যমেই। শুধু যে মানুষের তা কিন্তু একেবারেই নয়। মানুষ তো বটেই পশু পাখিদেরও নানান কর্মকান্ড দেখতে পাওয়া যায় এই ভাইরাল ভিডিও গুলির মধ্যে দিয়ে। মডার্ন যুগের মানুষেরা সোশ্যাল মিডিয়াকেই প্রচারের মাধ্যম হিসাবেও বেছে নিয়েছেন।

বহু প্রতিভার ভিডিও দেখতে পাওয়া যায় ভাইরাল ভিডিওগুলির মধ্যে দিয়ে। যেমন কেউ দুর্দান্ত নাচতে পারে তো কেউ গান গাইতে পারে। একেবারে খুদে থেকে শুরু করে থুরথুরে বুড়োবুড়িদের নাচ গান সবই থাকে সোশ্যাল মিডিয়াতে। আবার কখনো বাড়ির পোষ্যের নানান কীর্তি ক্যামেরাবন্দি করে শেয়ার করেন অনেকে। যা মুহূর্তের মধ্যে হাজারো লোকের কাছে পৌঁছে যায় আর ভাইরাল হয়ে পরে।

Viral Video,Baby Girl Climbing wall,Little Spiderman,Spider Woman,ভাইরাল ভিডিও,খুদে স্পাইডার ম্যান

সম্প্রতি এক ভাইরাল ভিডিওতে এক অসাধারণ প্রতিভার দেখা মিলেছে। যেখানে সামান্য গাছে উঠতেই রীতিমত প্রশিক্ষণ নিতে হয় নাহোলেই গাছ থেকে পড়ে হাড়গোড় ভাঙার সম্ভবনা থাকে। সেখানে ছোট্ট একটি মেয়ে দিব্যি ঘরের কঙ্ক্রিটের পিলারে উঠে পড়ছে।  না কোনো স্পেশাল যন্ত্রপাতি ছাড়াই বুট পরে আর নিজের ছোট্ট ছোট্ট হাতে ধরেই পিলারে উঠে পড়ছে সে।

ভিডিওতে দেখা যাচ্ছে দেওয়ালের ওপরে একটা বলের মত কিছু ঝুলছে। যেটা সবাই লাফিয়ে চেষ্টা করেও ধরতে পারেনি। তারপরেই স্পাইডার ম্যানের মত দেওয়াল বেয়ে উঠে গেল সে। শুধু তাই নয় ছোট্ট মেয়েটির কঠিন পরিশ্রম আর শরীরচর্চাও দেখানো হয়েছে ভিডিওটিতে। ছোট্ট মেয়েটির রশরীরচর্চা করতে গিয়ে হাল ছেড়ে দেবে অর্ধেকেরও বেশি লোকেরা।

বলা বাহুল্য ভিডিওটি ব্যাপকভাবে ভাইরাল হয়ে পড়েছে। প্রায় ৪৮ লক্ষেরও বেশি মানুষ ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে নেটিজেনদের অনেকেই এত কম বয়সে তাঁর এই দুর্দান্ত প্রতিভার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। আবার অনেকেই ভারতের খুদে স্পাইডার গার্ল বলেছে তাকে। তবে কিছু জনের মতে ছোট থেকেই এতটা শরীরচর্চা ভালো নয়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥