কথায় আছে প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু প্রতিভা আছে। শুধু খুঁজে বার করতে হবে! কেউ খুব অল্প বয়সেই নিজের প্রতিভা খুঁজে পায় আবার কেউ অনেক বয়সে গিয়ে নিজের প্রতিভার প্রকাশ ঘটে। আমাদের চারিপাশে এমন অনেক মানুষ রয়েছেন যারা দুর্দান্ত সমস্ত প্রতিভার অধিকারী। আর আজকাল ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়াতে যুগে প্রতিনিয়ত কত শত ভাইরাল ভিডিও (Viral Video) চোখে পরে। এই সমস্ত ভিডিওগুলিতে অনেকের প্রতিভার ভিডিও থাকে। যা দেখলে মাঝে মধ্যে মন্ত্রমুগ্ধের মত দেখেই যেতে ইচ্ছা করে।
আজকাল মা বাবার অনেক ছোট থেকেই ছেলে মেয়েদের পড়াশোনার পাশাপাশি নাচ গান আবৃত্তিও শেখাতে আগ্রহী হন। আর মাঝে মধ্যেই এই কচি কাঁচাদের দুর্দান্ত প্রতিভার ভিডিও দেখা যায়। যেমন কেউ হয়ত খুব ছোট্ট বেলাতেই দারুন গান গাইতে পারে। তো কেউ আবার কোমর দুলিয়ে দারুন অঙ্গিভঙ্গি করে দুর্দান্ত নাচ করতে পারে। ছোট্ট ছোট্ট বাচ্চাদের এই প্রতিভার ভিডিও দেখলে যেমন মন ভরে যায় তেমনি মুগ্ধ হয়ে যেতে হয়।
সম্প্রতি এক ছোট্ট মেয়ের নাচের প্রতিভার ভিডিও ব্যাপক ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। ভিডিওতে আয়ুশ্ৰী সরকার নামের একটি মেয়েকে নাচতে দেখা যাচ্ছে। বাড়ির মধ্যেই সেজেগুজে জনপ্রিয় লোকগীতি লাল মাটি সবুজ টিলা গানে দারুন সমস্ত অঙ্গিভঙ্গি করে দুর্দান্ত নেচেছে আয়ুশ্ৰী। তার নাচের সত্যি প্রশংসা না করে থাকা যায় না। ভিডিওটি সোশ্যাল মিডিয়া মাধ্যম ফেসবুকে শেয়ার করা হয়েছে।
শেয়ার করার পর ছোট্ট আয়ুশ্ৰীর নাচ দেখে মুগ্ধ নেটপাড়া। ব্যাপক ভাইরাল হয়ে পড়েছে আয়ুশ্ৰীর দুর্দান্ত নাচের ভিডিও। ইতিমধ্যেই ভিডিওটিতে ভিউ প্রায় ২ লক্ষ ছুঁই ছুঁই। সাথে আয়ুশ্ৰীর নাচের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।