সোশ্যাল মিডিয়া এমন একটি প্লাটফর্ম যেখানে আট থেকে আশি সকল বয়সের মানুষ বুদ হয়ে রয়েছেন। এই সোশ্যাল মিডিয়াতে রোজই হাজারো ভিডিও ভাইরাল (Viral Video) হতে দেখে যায়। কখনো আজব কোনো ঘটনার ভিডিও তো কখনো বন্যা পশুদের ভয়ংকর লড়াই তো আবার কখনো দুটি সম্পূর্ণ আলাদা প্রাণীর মধ্যে বন্ধুত্বের ভিডিও দেখা যায় এই ভিডিওগুলিতে। ভাইরাল এই ভিডিওগুলি দেখে কখনো ভয় পেয়ে যায় মানুষ কখনো আবার মুগ্ধ হয়ে যেতে হয়।
ছোট থেকে বড় সকলেই কম বেশি কাঁকড়া (Crab) দেখেছেন। আট পায়ের এই প্রাণী আকারে ছোট্ট থেকে বিশালাকার পর্যন্ত হতে পারে। সাধারণত যেকোনো জলাশয় বা পুকুরেই কাঁকড়ার দেখা মেলে। তবে সমুদ্রের ধারে বা বড় জলাশয়ে অনেক বেশি করে দেখতে পাওয়া যায় কাঁকড়া। এবার এক ছোট্ট কাঁকড়ারই চরম দক্ষতার নিদর্শনের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। ভিডিওতে দেখা যাচ্ছে ছোট্ট একটি কাঁকড়াকে। খুব সম্ভবত কোনো এক সমুদ্রের বিচে বালির মধ্যে দেখ যাচ্ছে কাঁকড়াটিকে।
কাঁকড়াটি নিজের থাকার জন্য বাসা তৈরী করছে। কিন্তু, এতটাই তাড়াতাড়ি নিজের জন্য বাসা তৈরী করছে কাঁকড়াটি যে তা দেখে মুগধ হয়ে গিয়েছেন এই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে ভিয়েতনামের ভুঙ তাও নামের একটি জায়গায়। সেখান থেকে ওই ব্যক্তি ক্যামেরাবন্দি করেছেন এই মুহূর্তটিকে। আর তা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে। যা দেখে বিস্মিত নেটদুনিয়া। খুদে কাঁকড়ার এই দ্রুত থাকার জায়গা তৈরির ভিডিও এখন চরম ভাইরাল ইন্টারনেটে।