পৃথিবীতে অনেক এমন মানুষ আছেন যাদের কিছু অসাধারণ প্রতিভা রয়েছে। কিন্তু নানান সমস্যার কারণে তাদের প্রতিভাগুলি অপ্রকাশিতই থেকে যায়। কিন্তু সে দিন পাল্টেছে, আজ কাল ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়ার জগ। ফোনের মধ্যেই রয়েছে গান, সিনেমা, সোশ্যাল নেটওয়ার্কিং। এই সোশ্যাল নেটওয়ার্ক (Social Networking) মাধ্যমগুলোতে রোজ হাজারো ভিডিও ভাইরাল (Viral Video) হয়। এই ভাইরাল ভিডিওগুলির মধ্যে যেমন হাসি মজার ভিডিও থাকে তেমনি থাকে কিছু সুপ্ত প্রতিভার ভিডিও।
কখনো ছোট্ট খুদের দুর্দান্ত গান, তো কখনো কারোর দুর্দান্ত নাচ। আবার কিছু কিছু লোক শুধুমাত্র মুখ দিয়েই নানান পশু পাখির আওয়াজ করতে পারে। এধরণের অনেক প্রতিভার ভিডিও দেখা যায় সোশ্যাল মিডিয়াতে। আসলে খুব অল্প সময়েই বিশাল সংখ্যক দর্শকদের কাছে পৌঁছে যায় ভিডিওগুলি সোশ্যাল মিডিয়াতে। যার ফলে ভিডিও ভাইরাল হয়ে পরে নিমেষের মধ্যে।
এবার সোশ্যাল মিডিয়াতে একটি প্রতিভাবান খুদের ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে খুদে ছেলেটিকে হিন্দি ছবির গান গাইতে দেখা গেছে। শুধুমাত্র খালি গলাতেই দুর্দান্ত গাইছে খুদে, আর গলা যেন অরিজিৎ সিং। খুদের এই গান শুনে অবাক তো হয়েছেই সাথে মুগ্ধ হয়েছেন দর্শকেরা। দেখলে বোঝাই যায় যে কোনো প্রথাগত সংগীত শিক্ষা খুদের নেই। কিন্তু তাও এমন দুর্দান্ত গান গাইছে এই খুদে। খালি গায়ের এই ছোট্ট খুদেকে অনেকেই ছোট্ট অরিজিৎ সিং বলে মন্তব্য করেছেন। আর এই ভিডিওই এখন ভাইরাল হয়ে পড়েছে নেটপাড়ায়। ভিডিও ভাইরাল হতেই প্রশংসার ঝড় শুরু হয়েছে নেটপাড়ায়।