• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ছোট্ট ছেলের ভাঙড়া নাচে কুকুর ছানাদের প্রতিক্রিয়া ! ভাইরাল ভিডিও দেখলে মন ভালো হয়ে যাবে আপনার

Updated on:

রোজ কত শত ভিডিওই না ভাইরাল হচ্ছে।তাদের কিছু মজাদায়ক তো কিছু অবাক করে দেয়। এবার আনন্দ দেবার মত এক ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়াতে। শিশুদের কে না পছন্দ করে! শিশুদের কীর্তিকলাপ অনেক সময়ই মজাদার হয়। তবে শিশুদের সাথে যদি পোষ্য দের ভাব জমে যায় তাহলে তাদের কীর্তিকলাপ লক্ষণীয়।

মাত্র ৪৯ সেকেন্ডের এই ছোট্ট ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে একটু ছোট্ট  বাচ্চা ছেলেকে নাচতে, সাথে দুটি কুকুর ও সেই বাচ্চার নাচের সাথে নিজেদের প্রতিক্রিয়া দিচ্ছে। ভিডিওটিতে কোনো অডিও নেই,বাচ্চা ছেলেটি যে ভাঙড়ার তালে নাচছে তা বোঝাই যাচ্ছে।সেই নাচের তালের বাড়ির মূল ফটকের ভেতর থেকে দুটি  ছোট্ট কুকুর ছানা লাফিয়ে লাফিয়ে প্রতিক্রিয়া দিয়ে চলেছে সমান তালে।

সম্ভবত কুকুর ছানা গুলির মালিক ভিডিওটি রেকর্ড করেছেন ও সেটি নিজের টুইটের একাউন্টে পোস্ট করেছেন। পোস্ট করার পর বহু লোকে এই ভিডিও দেখেছেন ও শেয়ার করেছেন যার ফলে মন ভালো করার মত এই ভিডিও টি এখন ভাইরাল হয়ে পড়েছে।

ইতিমধ্যেই ভিডিওটির দর্শক  সংখ্যা পেরিয়েছে ১৩ হাজারেরও বেশি। সাথে ১৬০০ লাইক পেয়েছে ভিডিওটি। ভিডিওটির কমেন্টে বহু দর্শকই কমেন্ট করেছেন যে ভিডিওটি দেখে মন ভালো হয়ে গেল। অনেকে বলেছেন দেখে মজা এসে গেল। মোটকথা ছোট্ট এই ভিডিওটি বেশ বিনোদন মূলক বলেই মনে করেছেন নেটিজেনরা।

https://twitter.com/bittusingh22oct/status/1312663696179691521

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥