• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

TRP-তে সেরা হলেও সোশ্যাল মিডিয়ায় কার দৌড় কতদূর? রইল সেরা অভিনেত্রীদের তালিকা

Updated on:

বাংলা সিরিয়াল,Bengali Serial,টিভি অভিনেত্রী,Tv  Actress,টিআরপি,TRP,সেরা ৫,Top 5,দীপা,Deepa,জগদ্ধাত্রী,Jagadhatri,মিতুল,Mitul,গৌরী,Gouri,পর্ণা,Parna,পঞ্চমী,Panchami

দর্শকদের কাছে রোজকার বিনোদনের অন্যতম জনপ্রিয় মাধ্যম বাংলা সিরিয়াল (Bengali Serial)। এই সিরিয়ালের হাত ধরেই বছর বছর উঠে আসেন এক ঝাঁক নায়িকা। আর এখনকার দিনে সব সিরিয়ালেই শেষ কথা বলে TRP। তাই বৃহস্পতিবার মানেই যেন সিরিয়ালের তারকাদের রেজাল্ট বেরোনোর দিন। এই তালিকায় প্রতি সপ্তাহেই সেরার সেরা হয়ে চলেছেন পর্দার দীপা (Deepa) কিংবা জগদ্ধাত্রীরা (Jagadhatri)। কিন্তু বাস্তবে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তারা কে কতখানি জনপ্রিয়? আজ বং ট্রেন্ডের পাতায় থাকলো সেই তালিকা।

১.দীপা (Deepa): ১৩ বারের বেঙ্গল টপার ‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়ালের নায়িকা দীপা অভিনেত্রী স্বস্তিকা ঘোষের নাম এখন বাংলার ঘরে। ধারাবাহিকে দীপা চরিত্রে অভিনয়ের সুবাদেই বিপুল জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী। যার ফলে সোশ্যাল মিডিয়াতেও রয়েছে অভিনেত্রীর নজরকাড়া ফ্যান ফলোয়িং।সোশ্যাল মিডিয়ায় নিয়মিত সক্রিয় দীপার ১৩২ হাজারের বেশি ফলোয়ার্স রয়েছেন।

Swastika Ghosh, Swastika Ghosh age

২. জগদ্ধাত্রী (Jagadhatri): সাংসারিক কূটকচালী মুক্ত জি বাংলার জনপ্রিয় একটি সিরিয়াল হল জগদ্ধাত্রী। এই ধারাবাহিকের নায়িকা জগদ্ধাত্রী ওরফে জ্যাসের চরিত্রে নবাগতা অঙ্কিতা মল্লিকের অভিনয় বেশ পছন্দ করছেন দর্শক। হামেশাই যার আঁচ পড়ে সোশ্যাল মিডিয়ায়। ভার্চুয়াল জগতে ১৪৬ হাজারের বেশী অনুরাগী রয়েছে পর্দার জ্যাসের।

বাংলা সিরিয়াল,Bengali Serial,টিভি অভিনেত্রী,Tv  Actress,টিআরপি,TRP,সেরা ৫,Top 5,দীপা,Deepa,জগদ্ধাত্রী,Jagadhatri,মিতুল,Mitul,গৌরী,Gouri,পর্ণা,Parna,পঞ্চমী,Panchami

৩.মিতুল (Mitul): জি বাংলার জনপ্রিয় সিরিয়াল গুলির মধ্যে অন্যতম ‘খেলনা বাড়ি’। এই সিরিয়ালের নায়িকা মিতুলকে নিয়ে দর্শকমহলে চর্চার শেষ নেই। ধারাবাহিকে এই মিতুলের চরিত্রে অভিনয় করছেন  জনপ্রিয় টেলি অভিনেত্রী আরাত্রিকা মাইতি। সোশ্যাল মিডিয়ায় দারুন সক্রিয় পর্দার মিতুলের ফ্যান ফলোয়িং রয়েছে চোখে পড়ার মতো। পর্দার লেডি রণজিৎ মল্লিক মিতুলের ১৩৫ হাজারের বেশি ফলোয়ার্স রয়েছে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,টিভি অভিনেত্রী,Tv  Actress,টিআরপি,TRP,সেরা ৫,Top 5,দীপা,Deepa,জগদ্ধাত্রী,Jagadhatri,মিতুল,Mitul,গৌরী,Gouri,পর্ণা,Parna,পঞ্চমী,Panchami

৪.গৌরী (Gouri): চলতি সপ্তাহে টি আর পি তালিকায় চতুর্থ ‘গৌরী এলো’ সিরিয়ালের নায়িকা গৌরী চরিত্রে নবাগতা অভিনেত্রী মোহনা মাইতি শুরু থেকেই দর্শকদের অত্যন্ত প্রিয়। সদ্য তিনি সেরা মহিলা চরিত্রের পুরস্কারও পেয়েছেন। এই বয়সেই সোশ্যাল মিডিয়ায় ৬৭ হাজারের বেশি ফ্যান ফলোয়িং রয়েছে অভিনেত্রীর।

বাংলা সিরিয়াল,Bengali Serial,টিভি অভিনেত্রী,Tv  Actress,টিআরপি,TRP,সেরা ৫,Top 5,দীপা,Deepa,জগদ্ধাত্রী,Jagadhatri,মিতুল,Mitul,গৌরী,Gouri,পর্ণা,Parna,পঞ্চমী,Panchami

৫. পর্ণা (Parna): এদিন ‘গৌরী এলো’র সাথেই যৌথভাবে চতুর্থ হয়েছে নিম ফুলের মধু সিরিয়াল। দর্শকমহলে এই সিরিয়ালের নায়িকা পর্ণা চরিত্রের অভিনেত্রী পল্লবী  শর্মার জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছুই বলার নেই।সোশ্যাল মিডিয়ায় ১০৬ হাজার ফ্যান ফলোয়িং রয়েছে অভিনেত্রীর।

বাংলা সিরিয়াল,Bengali Serial,টিভি অভিনেত্রী,Tv  Actress,টিআরপি,TRP,সেরা ৫,Top 5,দীপা,Deepa,জগদ্ধাত্রী,Jagadhatri,মিতুল,Mitul,গৌরী,Gouri,পর্ণা,Parna,পঞ্চমী,Panchami

৬.পঞ্চমী (Panchami): এছাড়াও এই তালিকায় রয়েছেন স্টার জলসার ‘পঞ্চমী’ সিরিয়ালের নায়িকা পঞ্চমী অভিনেত্রী সুস্মিতা দে। পরপর এই নিয়ে ৩ নম্বর সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি।

Sushmita Dey in New Serial Panchomi

সেই সুবাদেই সোশ্যাল মিডিয়ায় আকাশ ছোঁয়া জনপ্রিয়তা রয়েছে অভিনেত্রীর। ইনস্টাগ্রামে চোখ রাখলে দেখা যাবে অভিনেত্রীর ফলোয়ার্স সংখ্যা ৬ শো ৬৬ হাজার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥