• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘যে রাঁধে সে চুলও বাঁধে’! উমা থেকে জয়ী সংসার সামলে খেলার ময়দানে নিজেদের প্রমান করেছেন এই ৩ নায়িকা 

সিরিয়াল মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিষয়। অবসর সময়ে পছন্দের সিরিয়াল দেখতে ভালোবাসেন কমবেশি সকলেই। সারাদিনের ব্যস্ততা শেষে চায়ের কাপে চুমুক দিতে দিতে প্রতিদিন সন্ধ্যাবেলায় সিরিয়াল দেখা এখনকার দিনে সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে রোজকারের অভ্যাসে পরিণত হয়েছে। পছন্দের চরিত্রদের একদিন টিভির পর্দায় না দেখলে যেন গোটা দিনটাই অসম্পূর্ণ থেকে যায় সিরিয়ালের পোকা দর্শকদের।

সব মিলিয়ে দিনে দিনে দর্শকম হলে বেড়েই চলেছে বাংলা সিরিয়ালের চাহিদা। এখনকার দিনে বেশিরভাগ সিরিয়ালেই জোর দেওয়া হচ্ছে বিষয়বস্তুর নতুনত্বের ওপর। একটু ভালো করে লক্ষ্য করলেই দেখা যাবে এখনকার দিনে বেশিরভাগ সিরিয়ালই তৈরী হচ্ছে নারীকেন্দ্রিক চরিত্রদের ঘিরে। এখনকার দিনের মেয়েরা কিভাবে একইসাথে ঘরে এবং বাইরে উভয় দিকেই সামাল দিচ্ছে সেই দৃশ্যই তুলে ধরা হয়।

   

তাই বেশিরভাগ সিরিয়ালেই বাস্তব জীবন থেকে উঠে আসা কাহিনী তুলে ধরা হয়। তাই আজকালকার দিনে মেয়েরা যে ঘরে বাইরে দুদিকেই পটু, এ কথা আর বলার অপেক্ষা রাখে না। তাই ঘরের কাজে-কর্মে একটা মেয়ে যেমন পারদর্শী হয় তেমনি সে সমানতালে তাল মিলিয়ে সে সামলাতে পারে খেলাধুলাও। সংসারের দায়িত্ব সামলানোর মতোই অনায়াসে সে কাঁধে তুলে নেয় একটা গোটা ম্যাচের দায়িত্ব। বাংলা বিনোদন জগতেও এমনই বেশ কয়েকটি সিরিয়াল রয়েছে যার মূল গল্পই ছিল খেলাধুলাকে কেন্দ্র করে।  আজ বং ট্রেন্ডের পাতায় থাকছে জি বাংলার খেলাধুলা কেন্দ্রিক এমনই তিনটি সিরিয়ালের তালিকা।

১. উমা (Uma)

উমা,Uma,জয়ী,দ্বীপ জেলে যাই,Deep Jele Jai,খেলাধুলা,Sports,বাংলা সিরিয়াল,Bengali Serial,Joyee

এই তালিকায় প্রথমেই রয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘উমা’। সদ্য টিভির পর্দার শেষ হয়েছে এই ধারাবাহিকের সম্প্রচার। একেবারেমফস্বল থেকে উঠে আসা অত্যন্ত সাধারণ একটি মেয়ের ক্রিকেট খেলার স্বপ্ন নিয়ে তৈরি হয়েছিল এই সিরিয়াল। পরবর্তীতে দেখা যায় নানান ঘাত প্রতিঘাত শেষে জীবনের নানান চড়াই  উতরাই পেরিয়ে শত্রুদের মুখে একেবারে ঝামা  ঘষে দিয়ে ক্রিকেটের ময়দানে নিজেকে প্রমাণ করেছিল উমা।এই ধারাবাহিকে উমা চরিত্রে অভিনয় করে অল্প দিনেই দর্শকমহলে ব্যাপক পরিচিতি পেয়েছেন নবাগতা অভিনেত্রী শিঞ্জিনী চক্রবর্তী। প্রসঙ্গত এটাই ছিল অভিনেত্রীর প্রথম সিরিয়াল।

২. জয়ী (Joyee)

উমা,Uma,জয়ী,দ্বীপ জেলে যাই,Deep Jele Jai,খেলাধুলা,Sports,বাংলা সিরিয়াল,Bengali Serial,Joyee

খেলাধুলা নিয়ে তৈরি সিরিয়ালের এই তালিকায়  রয়েছে ফুটবল খেলা নিয়ে তৈরি ধারাবাহিক ‘জয়ী’। গ্রামের মেয়ে জয়ীর ফুটবল খেলার স্বপ্ন নিয়ে তৈরি এই সিরিয়ালে নায়িকা জয়ীর চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় টেলি  অভিনেত্রী দেবাদৃতা বসু।  এই সিরিয়ালের হাত ধরেই প্রথমবার অভিনয় জগতে পা রেখেছিলেন তিনি। পরবর্তীতে এই ধারাবাহিকের দৌলতেই বাংলার ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন তিনি।

৩. দ্বীপ জেলে যাই (Deep Jele Jai)উমা,Uma,জয়ী,দ্বীপ জেলে যাই,Deep Jele Jai,খেলাধুলা,Sports,বাংলা সিরিয়াল,Bengali Serial,Joyee

এর পরেই তালিকায় রয়েছে জনপ্রিয় ধারাবাহিক ‘দ্বীপ জেলে যাই’। জাতীয় স্তরে ব্যাডমিন্টন খেলার স্বপ্ন নিয়ে তৈরি ধারাবাহিকের নায়িকা দিয়ার চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী নবনীতা দাস।