বাংলা সিরিয়াল গুলি বেশীরভাগ ক্ষেত্রেই শাশুড়ি বৌমা কেন্দ্রিক গল্প নিয়ে তৈরি হয়ে থাকে সে দিক দিয়ে দেখতে গেলে অনেকটাই নারী কেন্দ্রিক সিরিয়ালগুলিতে অনেকটাই ফিকে হয়ে যায় পুরুষ চরিত্রগুলি তবে ইদানিং বাংলা সিরিয়াল ে শাশুড়িদের পাশাপাশি বেশ গুরুত্ব পাচ্ছে জনপ্রিয় নায়িকাদের ভালো মানুষ হতে দাও শাশুড়িদের কাছে যখন নিয়মিত না নানাভাবে হেরস্থের মুখে পড়ছে তখন শ্বশুর বাড়িতে তাদের মাথার ওপর ছাতার মতো হাত রাখলে দেখা যাচ্ছে শ্বশুরমশাই আজ বংশেরদের পাতায় থাকে বাংলা সিরিয়ালের জগতে অত্যন্ত জনপ্রিয় শ্বশুরদের তালিকা
দীপার শ্বশুর (Deepa’s Father in Law): স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’র নায়ক নায়িকা সূর্য-দীপা ছাড়াও দর্শকদের পছন্দের তালিকায় রয়েছেন আরও একাধিক চরিত্র। তাঁদের মধ্যে অন্যতম হলেন সূর্যের বাবা অর্থাৎ দীপার শ্বশুর প্রবীর সেনগুপ্ত। যিনি আসলে দীপার নিজের বাবার থেকে কোনো অংশে কম নন। ধারাবাহিকে এই চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা দেবদূত ঘোষ।
কমলার শ্বশুর (Kamala’s Father in Law): এখনকার দিনের সাংসারিক কুট কচালি কিংবা পরকীয়ামুক্ত একটি জনপ্রিয় সিরিয়াল হল স্টার জলসার ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’। এই সিরিয়ালে কমলার শ্বশুর ফণিভূষণের মতো মানুষ সত্যিই আজকাল খুবই কম। তিনি তাঁর ছেলে মানিকের বৌ কমলাকে সত্যিই নিজের মেয়ের মতোই স্নেহ করেন। ধারাবাহিকে কমলার শ্বশুর,এই ফণিভূষণের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা কুশল চক্রবর্তী।
পর্ণার শ্বশুর (Parna’s Father in Law): জি বাংলার পর্দায় সম্প্রচারিত জনপ্রিয় বাংলা সিরিয়ালগুলোর মধ্যে অন্যতম হল ‘নীম ফুলের মধু’। এই সিরিয়ালের নায়ক নায়িকা তো বটেই সেইসাথে ছেলে সোহাগী বাবুর মা অর্থাৎ পর্ণার মা কৃষ্ণাও দারুন জনপ্রিয় দর্শকমহলে। তবে দত্ত বাড়িতে এসে পর্ণা আর কিছু পাক না পাক ভাগ্য করে অমিতেশ দত্তের মতো ভালো মানুষ একজন শ্বশুর পেয়েছে সে। ধারাবাহিকে পর্ণার এই শ্বশুরের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা অর্ঘ্য মুখার্জী।
মিতুলের শ্বশুর (Mitul’s Father in Law): জি বাংলার জনপ্রিয় সিরিয়াল খেলনাবাড়ি আর তার নায়ক নায়িকা মিতুল-ইন্দ্র দুজনেই দারুন জনপ্রিয় দর্শকমহলে। বাংলা সিরিয়ালের এই ভালো শ্বশুরদের তালিকায় রয়েছেন মিতুলের শ্বশুর অর্থাৎ লাহিড়ীবাড়ীর অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য সুশোভন লাহিড়ী। পর্দায় এই চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সোহান বন্দোপাধ্যায়।
ইন্দিরার শ্বশুর (Indira’s Father in Law): স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল বাংলা মিডিয়ামের নায়িকা ইন্দিরার কপালে দজ্জাল শ্বাশুড়ি জুটলেও। তার শ্বশুরমশাই মানুষটি কিন্তু বেশ ভালো। ধারাবাহিকে ইন্দিরার এই শ্বশুরের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা অরিন্দম ব্যানার্জী।
তিতিরের শ্বশুর (Titir’s Father in Law): ইন্দিরার মতোই একই হাল জি বাংলার ‘মন দিতে চাই’ সিরিয়ালের নায়িকা তিতিরেরও। তবে তিতিরেরও শ্বশুড় ভাগ্য বেশ ভালো। ধারাবাহিকে সোমরাজ ব্যানার্জীর বাবা সুজয় প্রসাদ ব্যানার্জীর চরিত্রে অভিনয় করছেন সোহানসোহান বন্দোপাধ্যায়।
ঐশানির শ্বশুর (Oishani’s Father in Law): বাংলা বিনোদন জগতের জনপ্রিয় অভিনেতা অনিন্দ্য সরকার।স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল হরগৌরী পাইস হোটেল।
এই সিরিয়ালে শঙ্করের বাবা অর্থাৎ ঐশানির শ্বশুরমশাই সত্যকিঙ্কর ঘোষের চরিত্রে অভিনয় করছেন তিনি।