• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শুধু শুনলে হবে, খরচা আছে! গান গাইতে কত নেন অরিজিৎ থেকে শ্রেয়া? রইল পারিশ্রমিকের তালিকা

Published on:

Bollywood Singers Stage Show Charge A.R Rahman Arijit Singh Shreya Ghoshal

বলিউডের (Bollywood) জনপ্রিয় সুপারস্টার দের মতোই জনপ্রিয়তার দিক দিয়ে কোন অংশে কম নন বলিউড সিঙ্গাররাও (Singer)। এখনকার দিনের জনপ্রিয় সব সংগীত শিল্পীরা এক একটা সিনেমার গান গেয়েই উপার্জন করেন মোটা অঙ্কের পারিশ্রমিক। তবে শুধু সিনেমায় গান গাওয়াই নয়। এছাড়াও বলিউডের জনপ্রিয় গায়করা বিভিন্ন অনুষ্ঠানে এবং লাইভ শো করেই উপার্জন করে মোটা টাকার পারিশ্রমিক ।

এ আর রহমান (A R Rahman): এই তালিকায় প্রথমেই রয়েছেন আমাদের দেশের সুরের জাদুকর এ আর রহমান। অস্কারজয়ী কিংবদন্তি এই শিল্পী স্টেজ পারফর্ম করার জন্য নাকি পারিশ্রমিক হিসেবে দেড় কোটি টাকার বেশী পারিশ্রমিক নিয়ে থাকেন।

এ আর রহমান,A R Rahman,অরিজিৎ সিং,Arijit Singh,শ্রেয়া ঘোষাল,Shreya Ghoshal,সুনিধি চৌহান,Sunidhi Chauhan,সোনু নিগম,Sonu Nigam,মোহিত চৌহান,Mohit Chaohan,বাদশাহ,Badshah

অরিজিৎ সিং (Arijit Singh): এ আর রহমানের পরেই রয়েছেন বাংলার ভূমি পুত্র অরিজিৎ সিং। আসমুদ্র হিমাচল গোটা দেশ এখন অরিজিতের গানে নেশায় বুঁদ। তাঁর লাইভ কনসার্ট শোনার জন্য ভীড় জমান লক্ষাধিক মানুষ। জানা যায় এক একটা লাইভ শো করার জন্য অরিজিত সিং কে পারিশ্রমিক হিসাবে প্রত্যেক ঘন্টা পিছু দিতে হয়  দেড় কোটি টাকা।

এ আর রহমান,A R Rahman,অরিজিৎ সিং,Arijit Singh,শ্রেয়া ঘোষাল,Shreya Ghoshal,সুনিধি চৌহান,Sunidhi Chauhan,সোনু নিগম,Sonu Nigam,মোহিত চৌহান,Mohit Chaohan,বাদশাহ,Badshah

শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal): এরপরই রয়েছেন বলিউডের মিষ্টি বাঙালি গায়িকা শ্রেয়া ঘোষাল। জানা যায় এই মুহূর্তে বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত গায়িকা তিনি। সিনেমায় এক একটা গান গাওয়ার জন্য নাকি তাঁর পারিশ্রমিক ২০ থেকে ৩০ লক্ষ টাকা। তবে কোনো স্টেজ শো করার জন্য তাঁর পারিশ্রমিক ১ কোটি টাকা।

এ আর রহমান,A R Rahman,অরিজিৎ সিং,Arijit Singh,শ্রেয়া ঘোষাল,Shreya Ghoshal,সুনিধি চৌহান,Sunidhi Chauhan,সোনু নিগম,Sonu Nigam,মোহিত চৌহান,Mohit Chaohan,বাদশাহ,Badshah

সুনিধি চৌহান (Sunidhi Chauhan): এরপরেই রয়েছেন বলিউডের আর একজন প্রতিভাবান গায়িকা সুনিধি চৌহান। জানা যায় লাইভ পারফর্ম করার জন্য সুনিধি নিয়ে থাকেন  ৪০ লক্ষ টাকা।

এ আর রহমান,A R Rahman,অরিজিৎ সিং,Arijit Singh,শ্রেয়া ঘোষাল,Shreya Ghoshal,সুনিধি চৌহান,Sunidhi Chauhan,সোনু নিগম,Sonu Nigam,মোহিত চৌহান,Mohit Chaohan,বাদশাহ,Badshah

সোনু নিগম (Sonu Nigam): এর পরেই রয়েছেন বলিউডের বিখ্যাত গায়ক সোনু নিগম। বলিউডের জনপ্রিয় এই প্লেব্যাক সিঙ্গার এক একটি স্টেজ শো পিছু পারিশ্রমিক হিসাবে ৩২ লক্ষ টাকা নিয়ে থাকেন।

এ আর রহমান,A R Rahman,অরিজিৎ সিং,Arijit Singh,শ্রেয়া ঘোষাল,Shreya Ghoshal,সুনিধি চৌহান,Sunidhi Chauhan,সোনু নিগম,Sonu Nigam,মোহিত চৌহান,Mohit Chaohan,বাদশাহ,Badshah

মোহিত চৌহান (Mohit Chaohan): জনপ্রিয় সংগীতশিল্পীদের এই তালিকায় রয়েছেন বলিউড সিঙ্গার মোহিত চৌহান। বলিউড ইন্ডাস্ট্রিকে একধিক সুপারহিট গান উপহার দিয়েছেন তিনি। জনপ্রিয় এই গায়ক কোন স্টেজ পারফর্ম করার সময় ৪০ লক্ষ টাকা পারিশ্রমিক হিসেবে নিয়ে থাকেন।

এ আর রহমান,A R Rahman,অরিজিৎ সিং,Arijit Singh,শ্রেয়া ঘোষাল,Shreya Ghoshal,সুনিধি চৌহান,Sunidhi Chauhan,সোনু নিগম,Sonu Nigam,মোহিত চৌহান,Mohit Chaohan,বাদশাহ,Badshah

বাদশাহ (Badshah): বলিউডের জনপ্রিয় র‍্যাপার বাদশা। এখন গোটা দেশে বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে ব্যাপক চাহিদা তাঁর। তিনি হলেন ভারতীয় র‍্যাপ সঙ্গীত জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র।

Badshah

জানা যায় লাইভ পারফরমেন্সের জন্য ঘন্টা পিছু ৪০ লক্ষ টাকা পারিশ্রমিকের পাশাপাশি সেই অনুষ্ঠানে তাঁর যাওয়া-আসা থেকে থাকা-খাওয়া সমস্ত খরচ বহন করতে হয়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥