• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অরিজিৎ থেকে মোনালি, বাদ পড়া প্রতিযোগীরাই আজ কাঁপাচ্ছেন বলিউড, রইল তালিকা

Published on:

Arijit Singh Monali Thakur Neha Kakkar Bollywood Singers rejected from reality show

দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা সংগীত প্রতিভাদের তুলে ধরতে গানের রিয়েলিটি শোগুলির জুড়ি  মেলা ভার। ভারতীয় টেলিভিশনে সম্প্রচারিত এই গানের রিয়েলিটি শোগুলি থেকেই উঠে আসা সংগীত শিল্পীদের দ্বারাই সমৃদ্ধ হয়েছে গোটা দেশের সঙ্গীজগৎ। তবে এমন অনেক প্রতিযোগী রয়েছেন যাঁরা একসময় এই গানের রিয়েলিটি শো থেকে বাদ পড়লেও বর্তমানে তারা কাঁপাচ্ছেন গোটা বলিউড।

এই তালিকায় যেমন রয়েছেন বাংলার ভূমিপুত্র অরিজিৎ সিং,মোনালি ঠাকুর তেমনি তালিকায় রয়েছেন নেহা কাক্কর,আরমান এবং জুবিন নেওটিয়ালের  মতো সংগীত শিল্পীরা। তবে জানলে অবাক হবেন একসময় এঁরা প্রত্যেকেই গানের রিয়ালিটি শোতে অংশগ্রহণ করেও বাদ পড়েছিলেন।কিন্তু পরবর্তীতে তাঁরা প্রত্যেকেই নিজের প্রতিভা,পরিশ্রম আর অধ্যাবসায়ের জোরেই সাফল্য লাভ করেছেন গোটা দেশের গানের জগতে।

অরিজিৎ সিং (Arijit Singh): ইদানিংকালে কাশ্মীর থেকে কন্যাকুমারী গোটা দেশের সংগীতপ্রেমীরা বুঁদ অরিজিৎ সিংয়ের গানের গলায়। অথচ দেশের এই নাম্বার ওয়ান গায়ককেই একসময় বাদ দেওয়া হয়েছিল জনপ্রিয় গানের রিয়ালিটি শো ‘ফেম গুরুকুল’ থেকে। ২০০৫ সালে এই রিয়ালিটি শোয়ে ষষ্ঠ স্থান থেকে ছিটকে গিয়েছিলেন অরিজিৎ। পরবর্তীতে ‘দশ কে দশ লে গয়ে দিল’ অনুষ্ঠানে বিজয়ী হয়েছিলেন অরিজিৎ।

বলিউড গায়ক,Bollywood Singer,রিয়ালিটি শো,Reality Show,বাদ পড়া প্রতিযোগী,Rejected Contestant,অরিজিৎ সিং,Arijit Singh,নেহা কাক্কর,Neha Kakkar,মোনালি ঠাকুর,Monali Thakur,আরমান মালিক,Armaan Malik,জুবিন নওটিয়াল,Jubin Nautiyal

নেহা কাক্কর (Neha Kakkar):  আজকের দিনে বলিউডের অন্যতম জনপ্রিয় প্লেব্যাক গায়িকা হলেন নেহা কাক্কর। জানা যায় মাত্র ১৭ বছর বয়স ২০০৬ সালে ইন্ডিয়ান আইডলের প্রতিযোগী হয়ে অংশ নিয়েছিলেন তিনি। কিন্তু অষ্টম স্থান থেকেই বাদ পড়েছিলেন আজকের জনপ্রিয় গায়িকা। তবে প্রতিযোগিতা থেকে বাদ পড়লেও হার মানেননি নেহা। তাই পরবর্তীতে এই গানের রিয়ালিটি শোতেই বিচারকের আসনে দেখা গিয়েছে নেহাকে।

বলিউড গায়ক,Bollywood Singer,রিয়ালিটি শো,Reality Show,বাদ পড়া প্রতিযোগী,Rejected Contestant,অরিজিৎ সিং,Arijit Singh,নেহা কাক্কর,Neha Kakkar,মোনালি ঠাকুর,Monali Thakur,আরমান মালিক,Armaan Malik,জুবিন নওটিয়াল,Jubin Nautiyal

মোনালি ঠাকুর (Monali Thakur): ওই একই বছরেই অর্থাৎ ইন্ডিয়ান আইডল সিজন টু’তে প্রতিযোগী হয়ে অংশ নিয়েছিলেন বঙ্গতনয়া তথা বলিউডের বিখ্যাত গায়িকা মোনালি ঠাকুর। এই রিয়ালিটি শো থেকে সেবার তিনিও নবম স্থান থেকে বাদ পড়েছিলেন। পরবর্তীতে বলিউডে নিজের পাকাপোক্ত জায়গা তৈরী করার পাশাপাশি একাধিক রিয়ালিটি শোতে বিচারক হিসাবে দেখা গিয়েছে মোনালিকে।

বলিউড গায়ক,Bollywood Singer,রিয়ালিটি শো,Reality Show,বাদ পড়া প্রতিযোগী,Rejected Contestant,অরিজিৎ সিং,Arijit Singh,নেহা কাক্কর,Neha Kakkar,মোনালি ঠাকুর,Monali Thakur,আরমান মালিক,Armaan Malik,জুবিন নওটিয়াল,Jubin Nautiyal

আরমান মালিক (Armaan Malik): বাদ পড়া এই প্রতিযোগীদের তালিকায় এরপরেই রয়েছেন জনপ্রিয় বলিউড সিঙ্গার আরমান মালিক। খুব অল্প বয়সেই ২০০৬ সালে সারেগামাপা লিটল চ্যাম্পসের প্রতিযোগী হয়ে অংশ নিয়েছিলেন আরমান। সেসময় এই শোতে অষ্টম স্থান পর্যন্তই পৌঁছাতে পেরেছিলেন আরমান।

বলিউড গায়ক,Bollywood Singer,রিয়ালিটি শো,Reality Show,বাদ পড়া প্রতিযোগী,Rejected Contestant,অরিজিৎ সিং,Arijit Singh,নেহা কাক্কর,Neha Kakkar,মোনালি ঠাকুর,Monali Thakur,আরমান মালিক,Armaan Malik,জুবিন নওটিয়াল,Jubin Nautiyal

জুবিন নেওটিয়াল (Jubin Nautiyal): এছাড়া রয়েছেন এখনকার তরুণ প্রজন্মের জনপ্রিয় গায়ক জুবিন নেওটিয়াল। ২০১১ সালে জনপ্রিয় রিয়ালিটি শো এক্স ফ্যাক্টরে অংশ নিয়েছিলেন তিনি। বলিউড গায়ক,Bollywood Singer,রিয়ালিটি শো,Reality Show,বাদ পড়া প্রতিযোগী,Rejected Contestant,অরিজিৎ সিং,Arijit Singh,নেহা কাক্কর,Neha Kakkar,মোনালি ঠাকুর,Monali Thakur,আরমান মালিক,Armaan Malik,জুবিন নওটিয়াল,Jubin Nautiyal

সেসময় জুবিনও এই রিয়ালিটি শো থেকে বাদ পড়েছিলেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥