• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

তোমায় মিলে থেকে ইচ্ছে নদী, দর্শকদের দাবি মেনে ‘সিজন ২’ এসেছে এই সিরিয়ালগুলির

Published on:

List of Bengali Serials loved by viewers which have season 2

বাংলা বিনোদনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ বাংলা সিরিয়াল (Bengali Serial)। দর্শকদের চাহিদা মেটাতে এখন টেলিভিশনের পর্দায় এক ঝাঁক নতুন সিরিয়ালের মেলা। শাশুড়ি বৌমার কুটকচলি কিংবা পরকীয়া নয় একেবারে ছক ভাঙা গল্প নিয়ে হাজির হচ্ছে একের পর এক বাংলা সিরিয়াল। তবে এরইমধ্যে এমন কিছু সিরিয়াল রয়েছে যেগুলি বেশকিছু পুরনো সিরিয়ালের সিজন ২ হয়ে ফিরে এসেছে টেলিভিশনের পর্দায়। আজ বং ট্রেন্ডের পাতায় থাকছে এমনই ৩ টি সিরিয়ালের তালিকা।

তোমায় আমায় মিলে (Tomay Amai Mile): স্টার জলসার পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি সিরিয়াল ছিল ‘তোমায় আমায় মিলে’। যৌথ বাঙালি পরিবার নিয়ে তৈরি এই সিরিয়ালের হাত ধরে দারুন জনপ্রিয়তা পেয়েছিল উষসী আর নিশীথের জুটি। এক মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ হয়ে উষশীর আইপিএস হওয়ার স্বপ্ন নিয়েই তৈরি এই সিরিয়ালটি ব্যাপক সাড়া ফেলেছিল দর্শকমহলে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,সিজন ২,Season 2,এখানে আকাশ নীল,Ekhane Akash Neel,ইচ্ছে নদী,Icche Nodi,তোমায় আমায় মিলে,Tomay Amai Mile

২০১৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত টেলিভিশনের পর্দায় রমরমিয়ে চলেছিল এই ধারাবাহিক। গত বছরেই অর্থাৎ ২০২২ সাল থেকে একই চ্যানেলে আনা হয়েছে এই সিরিয়ালের সিজন ২। যা সম্প্রচারিত হচ্ছে হরগৌরি পাইস হোটেল নামে। এই সিরিয়ালের নায়ক নায়িকা শংকর-ঐশানিও দারুন জনপ্রিয়তা পেয়েছে দর্শকমহলে।

ইচ্ছে নদী (Icche Nodi): স্টার জলসার পর্দায় সম্প্রচারিত দর্শকদের পছন্দের আরও একটি জনপ্রিয় সিরিয়াল ছিল ‘ইচ্ছে নদী’। ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত সম্প্রচারিত এই সিরিয়ালের নায়ক-নায়িকা মেঘলা আর অনুরাগের জুটিকে আজও ভোলেননি দর্শক। চলতি বছরেই অর্থাৎ ২০২৩ সালের ৩০ জানুয়ারি থেকেই এই সিরিলের সিজন ২ হয়ে ফিরে এসেছে জি বাংলার মেঘ-ময়ূরী আর সৌরনীলের ত্রিকোণ প্রেমের কাহিনী ‘ইচ্ছেপুতুল’।

বাংলা সিরিয়াল,Bengali Serial,সিজন ২,Season 2,এখানে আকাশ নীল,Ekhane Akash Neel,ইচ্ছে নদী,Icche Nodi,তোমায় আমায় মিলে,Tomay Amai Mile

এখানে আকাশ নীল (Ekhane Akash Neel): স্টার জলসার পর্দায় সম্প্রচারিত তুমুল জনপ্রিয় একটি সিরিয়াল ছিল এখানে আকাশ নীল। ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত সম্প্রচারিত এই সিরিয়ালের প্রথম সিজনে পেশায় ডাক্তার উজান-হিয়ার চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন জনপ্রিয় অভিনেতা ঋষি কৌশিক আর আভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস।

বাংলা সিরিয়াল,Bengali Serial,সিজন ২,Season 2,এখানে আকাশ নীল,Ekhane Akash Neel,ইচ্ছে নদী,Icche Nodi,তোমায় আমায় মিলে,Tomay Amai Mile

পরবর্তীতে ২০১৯ সালে আসে এই সিরিয়ালের সিজন ২ এখানে আকাশ নীল ২। এই সিরিয়ালেও উজান-হিয়ার চরিত্রে ব্যাপক হিট হয়েছিল শন ব্যানার্জী আর  অনামিকা চক্রবর্তীর জুটি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥