• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিথী মাসি থেকে দোল মাঝপথে সিরিয়াল ছেড়ে বেরিয়ে এসেছেন এই জনপ্রিয় অভিনেত্রীরা

বাংলা সিরিয়ালে (Bengali Serial) নায়ক-নায়িকাদের মুখ বদলের (Face Change) ঘটনা নতুন নয়। ইতিপূর্বে মাঝপথেই সিরিয়াল ছেড়ে বেরিয়ে এসেছেন এমন নায়ক-নায়িকাদেরও উদাহরণ রয়েছে একাধিক। তবে সম্প্রতি মাঝপথে সিরিয়াল ছেড়ে তুমুল চর্চায় রয়েছেন মেয়েবেলা সিরিয়ালের বীথি মাসি অভিনেত্রী রুপা গাঙ্গুলি এবং মুকুটের দোল অভিনেত্রী শ্রীপর্ণা। আজকের প্রতিবেদনে থাকলো মাঝপথে সিরিয়াল ছেড়ে বেরিয়ে এসেছেন এমন অভিনেত্রীদের তালিকা।

বীথি (Bithi): ‘মেয়েবেলা’ সিরিয়ালের বীথিকা মিত্রের চরিত্রে কামব্যাক করে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিলেন অভিনেত্রী রূপা গাঙ্গুলি। কিন্তু দেড় মাস আগেই এক বিস্ফোরক অভিযোগ এনে এই সিরিয়াল ছেড়ে বেরিয়ে এসেছেন তিনি। সিরিয়ালের বিষয়বস্তুকে অ্যাগ্রেসিভ বলে দাবি করেছিলেন তিনি। এখন এই সিরিয়ালে রুপা গাঙ্গুলির পরিবর্তে বীথিকা মিত্রের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী অনুশ্রী দাস।

   

বাংলা সিরিয়াল,Bengali Serial,গসিপ,Gossip,বীথি,Bithi,মেহেন্দি,Mahendi,দোল,Dol,স্যান্ডি,Sandy,নন্দা,Nanda,জগদম্বা,Jagadamba

মেহেন্দি (Mahendi): জি বাংলার বেঙ্গল টপার সিরিয়াল ‘জগদ্ধাত্রী’ তে প্রথমদিকে মেহেন্দির চরিত্রে অভিনয় করতেন জনপ্রিয় অভিনেত্রী সঞ্চারী দাস। খলনায়িকার চরিত্রে তাঁর অভিনয় দেখে রাগে গা জ্বলতো দর্শকদের। যদিও মাঝপথে সঞ্চারী এই সিরিয়াল ছেড়ে বেরিয়ে আসেন। এখন তাঁর পরিবর্তে এই চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী ঋতুরাই আচার্য।

বাংলা সিরিয়াল,Bengali Serial,গসিপ,Gossip,বীথি,Bithi,মেহেন্দি,Mahendi,দোল,Dol,স্যান্ডি,Sandy,নন্দা,Nanda,জগদম্বা,Jagadamba

দোল (Dol): জি বাংলার পর্দায় সম্প্রচারিত একটি জনপ্রিয় সিরিয়াল হল মুকুট। এই ধারাবাহিকে দ্বিতীয় প্রধান নায়িকা দোলের চরিত্রে অভিনয় করে দর্শকমহলে ছাপ ফেলেছিলেন জনপ্রিয় টেলি অভিনেত্রী শ্রীপর্ণা রায়। সদ্য এই সিরিয়াল ছেড়ে বেরিয়ে এসেছেন তিনি। এখন ধারাবাহিকে তাঁর পরিবর্তে অভিনয় করছেন অন্য একজন অভিনেত্রী।

Sriparna Roy, Mukut serial Dol, Sriparna Roy on leaving Mukut

স্যান্ডি (Sandy): জি বাংলার জনপ্রিয় সিরিয়াল মিঠাই।  এই সিরিয়ালে প্রথমদিকে মিঠাইয়ের সিরিয়াল দাদাবাবু স্যান্ডির চরিত্রে অভিনয় করতেন জনপ্রিয় অভিনেতা বিশ্বাবসু বিশ্বাস।  পরবর্তীতে তিনি সরে আসায় এই চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছেন অভিনেতা ওমকার ভট্টাচার্য।

বাংলা সিরিয়াল,Bengali Serial,গসিপ,Gossip,বীথি,Bithi,মেহেন্দি,Mahendi,দোল,Dol,স্যান্ডি,Sandy,নন্দা,Nanda,জগদম্বা,Jagadamba

নন্দা (Nanda): মিঠাই সিরিয়ালেই প্রথমদিকে নন্দা চরিত্রে অভিনয় করতেন জনপ্রিয় অভিনেত্রী প্রিয়ম চক্রবর্তী। মাঝপথে তিনি মাতৃত্বকালীন ছুটি নেওয়ায় এই চরিত্রে অভিনয় করেই দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী।

বাংলা সিরিয়াল,Bengali Serial,গসিপ,Gossip,বীথি,Bithi,মেহেন্দি,Mahendi,দোল,Dol,স্যান্ডি,Sandy,নন্দা,Nanda,জগদম্বা,Jagadamba

জগদম্বা (Jagadamba): জি বাংলার একটি কালজয়ী মেগা সিরিয়াল ছিল ‘করুণাময়ী রানীরাসমণি’। এই সিরিয়ালে রাসমণির মেয়ে জগদম্বা চরিত্রে প্রথমে অভিনয় করতেন জনপ্রিয় অভিনেত্রী রোশনি ভট্টাচার্য।

বাংলা সিরিয়াল,Bengali Serial,গসিপ,Gossip,বীথি,Bithi,মেহেন্দি,Mahendi,দোল,Dol,স্যান্ডি,Sandy,নন্দা,Nanda,জগদম্বা,Jagadamba

পরবর্তীতে ব্যক্তিগত কারণে তিনি সিরিয়াল ছেড়ে দেওয়ায় তাঁর পরিবর্তে এই চরিত্রে দেখা যায় আরও এক জনপ্রিয় অভিনেত্রী মিমি দত্তকে।