• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রাজামৌলী মানেই সুপারহিট, একাই তৈরি করেছেন Jr NTR, প্রভাসদের কেরিয়ার! রইল সেরা ১২ সিনেমার নাম

Published on:

Check out the list of blockbuster movie of SS Rajamouli

সাউথের তো বটেই, এই দেশের অন্যতম সেরা পরিচালক হলেন এস এস রাজামৌলী (SS Rajamouli)। তিনি এমন একজন পরিচালক যিনি এখনও পর্যন্ত নিজের কেরিয়ারে একটিও ফ্লপ ছবি তৈরি করেননি। পরিচালক হিসেবে রাজামৌলী ১০০ শতাংশ। আজকের এই প্রতিবেদনে পরিচালকের ১২টি ছবির নাম তুলে ধরা হল।

স্টুডেন্ট নম্বর ১ (Student No. 1)- ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমা বক্স অফিসে এক প্রকার ঝড় তুলেছিল। জুনিয়র এনটিআর অভিনীত এই সিনেমা সেই সময় বক্স অফিসে ১২.১০ কোটি টাকার ব্যবসা করেছিল। এটি সাউথ সুপারস্টারের কেরিয়ারের প্রথম হিট ছবিও ছিল।

Student No. 1 movie

সিমহাদ্রি (Simhadri)- ‘স্টুডেন্ট নম্বর ১’এর পর ফের একটি সিনেমায় জুটি বেঁধেছিলেন রাজামৌলী এবং জুনিয়র এনটিআর। ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘সিমহাদ্রি’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন দু’জনে। সেই সময় এই সিনেমা ৪৬.১২ কোটি টাকার ব্যবসা করেছিল।

Simhadri movie

সাই (Sye)- নীতিন অভিনীত এই সিনেমা ২০০৪ সালে মুক্তি পেয়েছিল। বক্স অফিসে ঝড় তুলেছিল এই ছবিটিও। সেই সময় দাঁড়িয়ে ‘সাই’ বক্স অফিসে মোট ১৩.০৫ কোটি টাকা কামিয়েছিল।

Sye movie

ছত্রপতি (Chatrapathi)- ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন সুপারস্টার প্রভাস। এটি ‘বাহুবলী’ প্রভাসের কেরিয়ারের প্রথম হিট ছবিও ছিল। বক্স অফিসে মোট ২৩.৮৫ কোটি টাকার ব্যবসা করেছিল এই ছবি।

Chatrapathi movie

বিক্রমাকুডু (Vikramakudu)-  রবি তেজা অভিনীত এই সিনেমাও বক্স অফিসে কামাল করেছিল। ২০০৬ সালে মুক্তি পেয়েছিল ‘বিক্রমাকুডু’। ২৫.০৩ কোটি টাকার ব্যবসা করে এই ছবি আদায় করে নিয়েছিল সুপারহিট তকমা।

Vikramakudu movie

যমদোঙ্গা (Yamadonga)- ২০০৭ সালে ফের একবার রাজামৌলীর সঙ্গে জুটি বেঁধেছিলেন জুনিয়র এনটিআর। আর প্রত্যাশা মতোই বক্স অফিসে ঝড় তুলেছিল ‘যমদোঙ্গা’। রাজামৌলী এবং জুনিয়র এনটিআর জুটি যে সুপারহিট তা আরও একবার প্রমাণিত হয়ে গিয়েছিল এই ছবির মাধ্যমে।

Yamadonga movie

মগধীরা (Magadheera)- রাজামৌলী এরপর টলিউড সুপারস্টার রাম চরণের সঙ্গে জুটি বাঁধেন। ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মগধীরা’ রাম চরণের কেরিয়ারের অন্যতম সেরা ছবি তো বটেই, সেই সঙ্গেই ১০০ কোটির বেশি টাকা আয় করা প্রথম সিনেমাও হয়েছিল। মোট ১৪৯.৭৫ কোটি টাকা আয় করেছিল এই ছবি।

Magadheera

মর্যাদা রামানা (Maryada Ramanna)- ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমা অভিনয় করেছিলেন সুনীল। বক্স অফিসে ভালো ব্যবসা করেছিল এই ছবিও। ‘মর্যাদা রামানা’ মোট ৩৮.৭৪ কোটি টাকার ব্যবসা করেছিল।

Maryada Ramanna movie

ইগা (Eega)- ননী, কিচ্চা সুদীপ এবং সামান্থা রুথ প্রভু মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন ‘ইগা’র। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমা বক্স অফিসে ১২৬.৮৪ কোটি টাকার ব্যবসা করে আদায় করে নিয়েছিল সুপারহিট তকমা।

Eega movie

বাহুবলী এবং বাহুবলী ২ (Baahubali and Baahubali 2)- প্রভাসের তো বটেই রাজামৌলীর কেরিয়ারের অন্যতম সেরা সিনেমাগুলির তালিকায় শীর্ষে থাকবে ‘বাহুবলী’ এবং ‘বাহুবলী ২’এর নাম। ২০১৫ সালে রিলিজ হওয়া ‘বাহুবলী’ ৬৫০.০৫ কোটি টাকার এবং ছবির সিক্যুয়েল সারা বিশ্বে ১৮১০ কোটি টাকার ব্যবসা করেছিল।

Prabhas, Bahubali

আরআরআর (RRR)- তালিকার শেষ নামটি হল ‘আরআরআর’। অস্কারের দৌড়ে থাকা এই সিনেমা বক্স অফিসে ঝড় তো তুলেই ছিল, সেই সঙ্গেই গড়েছিল একাধিক রেকর্ডও।RRR

রাম চরণ, জুনিয়র এনটিআর, অজয় দেবগণ, আলিয়া ভাট অভিনীত এই সিনেমা সারা বিশ্বে ১২০০ কোটি টাকার ব্যবসা করেছিল। সেই সঙ্গে ‘ব্লকবাস্টার’ তকমাও আদায় করে নিয়েছিল।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥