ভারতে প্রচুর মানুষ মদ্যপান করেন। গরিব থেকে শুরু করে বড়লোক সকলেই কমবেশি মদের নেশা করে থাকেন। তবে, অনেকেই প্রতিদিন মদের নেশা করেন। তাই প্রতিদিনই মদের দোকান খোলা থাকলে ভালো হয়। কিন্তু বাকি সমস্ত দোকানের মত মদের দোকানও বন্ধ রাখতে হয়। প্রতিবছরই কিছু বিশেষ দিনে বন্ধ রাখা হয় মদের দোকান। আগামী ২০২১ এও তার ব্যতিক্রম হচ্ছে না।
যেমনটা জানা যাচ্ছে আগামী বছরে ২৭ দিন বন্ধ থাকবে মদের দোকান। মদের দোকান বন্ধ থাকার দিন গুলির তালিকা নিচে দেওয়া হল।
১. ১৪ই জানুয়ারী – মকর সংক্রান্তি।
২. ২৬শে জানুয়ারী – প্রজাতন্ত্র দিবস।
৩. ৩০শে জানুয়ারী – শহীদ দিবস।
৪. ১৯শে ফেব্রূয়ারি – ছাত্রপাতি শিবাজী জয়ন্তী।
৫. ২৭শে ফেব্রূয়ারি – গুরু রবিদাস জয়ন্তী।
৬. ৮ই মার্চ – নারী দিবস।
৭. ১১ই মার্চ – শিবরাত্রি।
৮. ১৯শে মার্চ –
৯. ২রা এপ্রিল – গুড ফ্রাই ডে।
১০. ১৪ই এপ্রিল – ডঃ আম্বেদকর জয়ন্তী।
১১. ২১শে এপ্রিল – রাম নবমী।
১২. ২৫শে এপ্রিল – মহাবীর জয়ন্তী।
১৩. ১২ই মে – রমজান।
১৪. ১৩ই মে – ঈদ উল ফেতর।
১৫. ২৪শে জুলাই – ইনকাম ট্যাক্স দিবস।
১৬. ১০ই অগাস্ট।
১৭. ১৫ই অগাস্ট – স্বাধীনতা দিবস।
১৮. ৩০শে অগাস্ট – জন্মাষ্টমী।
১৯. ১০ই সেপ্টেম্বর – গনেশ চতুর্থী।
২০. ২রা অক্টোবর – মহাত্মা গান্ধী জয়ন্তী।
২১. ১৫ই অক্টোবর – বিজয়া দশমী।
২২. ১৮ই অক্টোবর – ঈদ।
২৩. ২০ই অক্টোবর – লক্ষী পূজা।
২৪. ৪ঠা নভেম্বর – দীপাবলি।
২৫. ১৪ই নভেম্বর – শিশু দিবস।
২৬. ১৯শে নভেম্বর – গুরু নানক জয়ন্তী।
২৭. ২৬শে ডিসেম্বর – ক্রিস মাস ইভ।