ভাইরালভিডিও

সাক্ষাৎ যমদূত! রাতের অন্ধকারে লোকালয়ে ঘুরছে একদল সিংহ,ভাইরাল আত্মারাম খাঁচা করা ভিডিও

‘বনের রাজা’ সিংহকে (Lion) নিয়ে মানুষের মধ্যে আগ্রহের অন্ত নেই। সোশ্যাল মিডিয়া ঘাঁটলেই দেখা যাবে ‘মহাশয়ের’ নানান ভিডিও (Video)। কিন্তু তাই বলে তিনি যদি একেবারে বাড়ির সামনে এসে প্রকট হন তাহলে আত্মারাম খাঁচা হয়ে যাবে প্রত্যেকের। সম্প্রতি ঠিক এমনটাই হয়েছে গুজরাটে (Gujarat)। ভাইরাল (Viral) ভিডিওয় দেখা গিয়েছে, গুজরাটের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সিংহের দল।

সিংহ এমন একটি প্রাণী যেটির সংখ্যা দিন দিন কমে আসছিল। কিন্তু সরকারের তরফ থেকে তাঁদের রক্ষার নানান পদক্ষেপ নেওয়ার পর এখন দেশে সিংহের সংখ্যা আগের তুলনায় অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এই খবরে মন একটু আনন্দিত হলেও, সম্প্রতি IFS সুশান্ত নন্দার (Susanta Nanda) শেয়ার করা একটি ভিডিও দেখে চিন্তায় ঘুম উড়েছে সাধারণ মানুষের।

Lion in Gujarat

সুশান্তবাবুর শেয়ার করা ভিডিওয় দেখা যাচ্ছে, রাতের অন্ধকারে রাস্তার মধ্যে ঘুরে বেড়াচ্ছে সিংহের দল। প্রায় ৭ থেকে ৮টি সিংহ রাস্তায় হাঁটছে। জানা গিয়েছে, সেই ভিডিওটি গুজরাটের। তবে সবচেয়ে চিন্তার কারণ হল, সিংহগুলি লোকালয়ের মধ্যে এসে গিয়েছিল। ভিডিওটি শেয়ার করে সুশান্তবাবু ক্যাপশনে লিখেছেন, ‘আরও একটি দিন, আরও একটি গর্বের বিষয়। গুজরাটের রাস্তায় হেঁটে বেড়াচ্ছে’।

ভিডিওয় দেখা যাচ্ছে, রাতের অন্ধকারে ফাঁকা রাস্তায় হাঁটছিল সিংহের দল। কোনও মানুষকে দেখা যায়নি সেই রাস্তায়। কিন্তু ভিডিওটি ভালো করে দেখলে দেখা যাবে, দূর থেকে যানবাহন আসছিল। সেগুলির হেডলাইট চোখে পড়তেই সিংহের দল উল্টো দিকে হাঁটতে শুরু করে। ইতিমধ্যেই প্রায় ২ লাখ মানুষ এই ভিডিওটি দেখে ফেলেছেন। সেই সঙ্গেই শেয়ার করেছেন নিজেদের মতামত।

Lion in Gujarat street

একজন নেটাগরিক যেমন লিখেছেন, ‘আমি নিজের দুঃস্বপ্নে এমন দৃশ্য দেখতাম। কিন্তু ঘুম ভাঙার পর আমি বুঝতে পারতাম আমরা শহরে বাস করি এবং বন্য প্রাণীরা এখানে আসতে পারবে না। কিন্তু আমরা ওদের (বন্য প্রাণী) জঙ্গলের চারপাশে রাস্তা বানিয়ে ভুল করেছি। এখন তাই ওঁরা এভাবে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে! ভয়ঙ্কর’।


আর একজন নেটিজেন আবার লিখেছেন, ‘গির অভয়ারণ্যে সিংহের সংখ্যা প্রচুর বৃদ্ধি পেয়েছে। তাই স্বাভাবিকভাবেই ওদের মধ্যে কিছু সিংহ হয়তো এভাবে ঘুরে বেড়াচ্ছে’। তৃতীয় নেটাগরিকের মন্তব্য, ‘ওরা মানুষদের ভয় পায়। তাই ওদের দিকে মোটরবাইক আসছে দেখামাত্রই চুপচাপ অন্যদিকে চলে গেল’।

Back to top button