• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৬২ বছরের অভিনয় জীবন, প্রথম সিনেমা ‘ভানু পেল লটারী’, আশিতেও নট আউট লিলি চক্রবর্তী

Published on:

লিলি চক্রবর্তী,Lily Chakraborty,দাদাগিরি,Dadagiri,সৌরভ গাঙ্গুলী,Sourav Ganguly,দেব,Dev,রুক্মিণী,Rukmini,কিশমিশ,KishMish

সপ্তাহজুড়ে চলতে থাকা সিরিয়ালের দাপটের মাঝেই দর্শকদের বিনোদনের রসদ জোগাতে কিন্তু নন ফিকশন রিয়ালিটি শোগুলির জুড়ি মেলা ভার। তারমধ্যে বাংলার অন্যতম জনপ্রিয় রিয়ালিটি শো হল জি বাংলার দাদাগিরি (Dadagiri)। সপ্তাহের শেষে সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) অনবদ্য সঞ্চালনায় টিভির পর্দায় দাদাগিরি দেখতে ভালোবাসেন আট থেকে আশি সকলেই।

প্রত্যকবারের মতো এবারেও শুরু থেকেই এই জনপ্রিয় গেম শোয়ের সঞ্চালনার দায়িত্বে রয়েছেন সকলের প্রিয় দাদা সৌরভ গাঙ্গুলি। এই শোয়ের থিম ‘হাত বাড়ালেই বন্ধু হয়।’ তবে বর্তমানে প্রায় শেষের মুখে দাদাগিরি সিজন ৯ (Dadagiri Season 9)। খুব শিগগিরই শেষ হতে চলেছে দাদাগিরির চলতি সিজন। তবে প্রতিবারের মতো এবারেও চলতি সিজনের প্রত্যেক পর্বে দর্শকদের জন্য নিত্যনতুন চমক নিয়ে টিভির পর্দায় হাজির হয়েছেন বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট।

লিলি চক্রবর্তী,Lily Chakraborty,দাদাগিরি,Dadagiri,সৌরভ গাঙ্গুলী,Sourav Ganguly,দেব,Dev,রুক্মিণী,Rukmini,কিশমিশ,KishMish
মনোরঞ্জনের এই জনপ্রিয় আসরে মাঝে মধ্যেই সিনেমার প্রচারে আসেন বাংলার একাধিক নামি দামি তারকারা। গত মাসের শেষেই অর্থাৎ ২৯ শে এপ্রিল বড়পর্দায় মুক্তি পেয়েছে দেব (Dev) রুক্মিণী (Rukmini) অভিনীত বহু প্রতিক্ষিত সিনেমা ‘কিশমিশ’ (KishMish)। সম্প্রতি দাদাগিরির মঞ্চে সেই সিনেমার প্রচারে এসেছিলেন দেব-রুক্মিণী ওই সিনেমার অনান্য কলাকুশলীরা।

লিলি চক্রবর্তী,Lily Chakraborty,দাদাগিরি,Dadagiri,সৌরভ গাঙ্গুলী,Sourav Ganguly,দেব,Dev,রুক্মিণী,Rukmini,কিশমিশ,KishMish
তাদের মধ্যে অন্যতম ছিলেন বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী (Lily Chakraborty)। ছোট পর্দা থেকে বড় পর্দা বাংলা বিনোদন জগতের উভয় মাধ্যমেই দাপিয়ে অভিনয় করেছেন এই সুন্দরী অভিনেত্রী। বর্তমানে ৮০ বছর বয়সে এসেও কিন্তু থেমে নেই তিনি। এই বয়সে এসেও চুটিয়ে অভিনয় করে চলেছেন লিলি চক্রবর্তী। সদ্য মুক্তি প্রাপ্ত কিশমিশ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। যা নিঃসন্দেহে আজকের প্রজন্মের কাছে অনুপ্রেরণার।


সম্প্রতি দাদাগিরির মঞ্চে জানা যায় দীর্ঘ ৬২ বছরের অভিনয় জীবন লিলি চক্রবর্তীর। এই দীর্ঘ অভিনয় জীবনে তিনি দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য হিট ছবি। এছাড়া এদিন কথায় প্রসঙ্গে এও জানা যায় বাংলা চলচ্চিত্র জগতের কালজয়ী সিনেমা ‘ভানু পেল লটারী’ র হাত ধরেই অভিনয়ে হাতে খড়ি হয়ছিল লিলি চক্রবর্তীর। দাদাগিরির এই পর্বের ছোট্ট ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥