• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দীর্ঘ বিরতির পর আবারও ছোট পর্দায় কামব্যাক, এই ধারাবাহিকেই দেখা যাবে অভিনেত্রী লিলি চক্রবর্তীকে

Published on:

Lily Chakraborty,Lily Chakraborty Neem Phuler Madhu,Neem Phuler Madhu,Lily Chakraborty serial,Bengali Serial,entertainment,লিলি চক্রবর্তী,নিম ফুলের মধু,বাংলা সিরিয়াল,বিনোদন

সিরিয়াল অনুরাগীদের কাছে লিলি চক্রবর্তী (Lily Chakraborty) অত্যন্ত পরিচিত একজন নাম। কাজ করেছেন বহু জনপ্রিয় ধারাবাহিকে। এছাড়াও দীর্ঘ সময় ধরে বড়পর্দাতেও চুটিয়ে কাজ করেছেন অভিনেত্রী। তবে সেই লিলিকে বেশ কিছুটা সময় ধরে ছোটপর্দায় দেখা যায়নি। প্রিয় অভিনেত্রীর জয়ন অপেক্ষা করছিলেন দর্শকরা। তবে এবার লিলি চক্রবর্তীর অনুরাগীদের জন্য সুখবর রয়েছে।

বর্ষীয়ান অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছিল ‘আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম’ ধারাবাহিকে। তার আগে অবশ্য ‘রেশম ঝাঁপি’ সিরিয়ালে অভিনয় করেছিলেন তিনি। সেখানে লিলিকে নয়নতারা মজুমদারের চরিত্রে দেখা গিয়েছিল। এবার ফের ছোটপর্দায় কামব্যাক করতে চলেছেন অভিনেত্রী।

Lily Chakraborty

চলতি মাসের শুরুর দিক করেই জি বাংলার তরফ থেকে নতুন ধারাবাহিক ‘নিম ফুলের মধু’র (Neem Phuler Madhu) প্রোমোর সম্প্রচার শুরু হয়েছে। মুখ্য চরিত্রে রয়েছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী পল্লবী শর্মা এবং অভিনেতা রুবেল দাস। এই ‘নিম ফুলের মধু’ সিরিয়ালের হাত ধরেই ফের সিরিয়ালের দুনিয়ায় ফিরছেন টলিপাড়ার এই বর্ষীয়ান অভিনেত্রী।

Neem Phuler Madhu

পল্লবী-রুবেল অভিনীত ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে বেশ গুরুত্বপূর্ণ চরিত্রেই দেখা যাবে ইন্ডাস্ট্রির এই নামী অভিনেত্রীকে। সিরিয়ালের নায়ক অর্থাৎ রুবেলের ঠাকুমা এবং নায়িকা অর্থাৎ পল্লবীর ঠাকুমা শাশুড়ির চরিত্রে দেখা যাবে লিলিকে।

Lily Chakraborty in Neem Phuler Madhu

‘নিম ফুলের মধু’র দিক থেকে বলা হলে, প্রোমোয় দেখা গিয়েছে, সিরিয়ালের নায়িক-নায়িকার বিয়ের তোরজোড় চলছে। সম্বন্ধ করেই হচ্ছে সেই বিয়ে। ছবি দেখে একে অপরকে পছন্দ করে তাঁরা। দেখা যায়, বাড়ির আদরের মেয়ের বিয়ে হচ্ছে এক যৌথ পরিবারে।

বিয়ের আগে নায়িকা ভেবেছিল, বিয়ের পর আর স্বামীকে সে সব সময় পাশে পাবে। কিন্তু বিয়ের পর দেখা যায় তাঁর স্বামী শাশুড়ির কথায় ওঠে আর বসে। বিয়ের পরের দিন শাশুড়ি মা ঘরের দরজায় এসে মাত্র এক কাপ চা ছেলেকে দেয়। তা দেখে খানিক হতাশ হয়ে যায় নতুন বৌ। সেই সময়ই পাশ দিয়ে যেতে থাকা ঠাকুমা শাশুড়ি অর্থাৎ লিলি বলে ওঠেন, ‘ওরে বিয়ের প্রথম বছরটা হল নিম ফুলের মধু। ওই তেতোটুকু পার করে নিতে পারলেই মিঠের হদিশটা পাবি’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥