• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ঘরভর্তি আরশোলা ২ দিনেই হবে সাফ! ঘরোয়া এই পদ্ধতিই কাজ করবে ম্যাজিকের মত

আমাদের প্রায় সবার বাড়িতেই আরশোলা (Cockroach) দেখতে পাওয়া যায়। এটি এমন একটি সমস্যা যাতে জেরবার হই আমরা প্রত্যেকে। আরশোলা বাড়িতে থাকা যেমন ক্ষতিকর, তেমনই এটি বাড়ি থেকে না তাড়ালে নানান সমস্যা দেখা দিতে পারে। আজ বং ট্রেন্ডের পাতায় তাই আরশোলা তাড়ানোর ৫ সহজ ঘরোয়া উপায় (Home Remedies) তুলে ধরা হল।

তেজপাতা (Bay Leaf)- প্রত্যেকের বাড়িতেই রান্নার কাজের জন্য তেজপাতা থাকে। এই তেজপাতা গুঁড়ো করে যদি ঘরের কোণায় কোণায় ছড়িয়ে দেওয়া হয়, তাহলে এর গন্ধেই বাপ বাপ বলে পালাবে সব আরশোলা।

   

Bay leaf, how to get rid of cockroaches

লবঙ্গ (Cloves)- শুধু তেজপাতা নয়, আরশোলা তাড়াতে লবঙ্গও প্রচণ্ড কার্যকরী। রান্না ঘরের ড্রয়ার কিংবা স্টোর রুমে যদি কয়েকটি লবঙ্গ রেখে দেওয়া হয় তাহলে সেখানে আরশোলা আসবে না। তবে প্রত্যেক সপ্তাহে এই লবঙ্গগুলি ফেলে নতুন লবঙ্গ রাখতে হবে।

Cloves, how to get rid of cockroaches

ভিনিগার (Vinegar)- একটি পাত্রে জল গরম করুন। এরপর এতে ১ চামচ ভিনিগার মিশিয়ে দিন। আরশোলা তাড়াতে এই ভিনিগার মেশানো জল প্রচণ্ড কাজে আসে। এই ভিনিগারের জল দিয়ে যদি ঘরের প্রত্যেকটি কোণা ভালো করে মোছা হয়, তাহলে পালাবে সব আরশোলা।

Vinegar, How to get rid of cockroaches

বেকিং সোডা (Baking Soda)- বেকিং সোডার সঙ্গে চিনি অথবা মধু ভালো করে মেশান। এরপর সেই মিশ্রণ এমন জায়গার রাখুন যেখানে আরশোলা বেশি আসে। বেকিং সোডার এই মিশ্রণের মিষ্টি গন্ধে আরশোলা আকৃষ্ট হবে। তবে এই মিশ্রণ একবার খেলে মরে যাবে সব আরশোলা।

Cockroaches, how to get rid of Cockroaches

কেরোসিন (Kerosene)- আরশোলা তাড়াতে কেরোসিনও প্রচণ্ড কাজে আসে। কেরোসিন তেল ব্যবহার করেও আরশোলা তাড়ানো যায়। এছাড়া আরও একটি পদ্ধতি রয়েছে আরশোলা তাড়ানোর। সেই পদ্ধতিও তুলে ধরা হল।

Kerosene, How to get rid of cockroaches

প্রথমে ২ চামচ ময়দা কিংবা আটার সঙ্গে ১ চামচ বোরিক পাউডার এবং কোকো পাউডার মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে। এরপর ঘরের কোণায় এই মিশ্রণ রেখে দিন। এই মিশ্রণটি এমন স্থানে রাখতে হবে যেখানে আরশোলা বেশি আসে। আরশোলা একবার এই মিশ্রণ খেলে সঙ্গে সঙ্গে মরে যাবে।

site