• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মাসে পাবেন ৬০ হাজার পর্যন্ত পেনশন! LIC-র এই প্ল্যানে একবার ইনভেস্ট করলেই নিশ্চিন্ত কাটবে জীবন

বর্তমানে আয় যাই হোক না কেন ভবিষ্যতের কথা ভেবে সঞ্চয় করতেই হয়। বয়সকালে যাতে টাকার জন্য অন্য কারোর কাছে হাত পাততে না হয় তার জন্য। বার্ধক্যের সময় আর্থিক সুরক্ষার জন্য পেনশন সবথেকে ভালো উপায়। আর এখনকার দিনে আপনি যদি সরকারি চাকরি নাও করেন তাহলেও ৬০ হাজার টাকা পর্যন্ত পেনশন পেতে পারেন। আজ সেই সম্পর্কেই এই প্রতিবেদনে জানাবো।

এলআইসি পেনশন প্ল্যান (LIC Pension Yojana)

ভারতের সবচেয়ে বিশ্বস্ত প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম LIC। অন্য যে কোনো প্রতিষ্ঠানের থেকে বেশি এলআইসিকে ভরসা করে সকলেই। আর LIC এর পক্ষ থেকেই এক দুর্দান্ত স্কিম চালু করা হয়েছে যেটা বয়সকালে আপনাকে গ্যারেন্টি সমেত পেনশনের সুবিধা দেবে। চলুন জেনে নেওয়া যাক প্ল্যানটির সম্পর্কে বিস্তারিত

   

LIC Pension Scheme

এলআইসি সরল পেনশন যোজনা (LIC Saral Pension Yojana)

সাধারণত সরকারি চাকুরিজীবীরাই পেনশন পেয়ে থাকেন। তবে ব্যাপক সংখ্যক মানুষের কথা ভেবে LIC হাজির হয়েছে তাদের এক আকর্ষণীয় পেনশন প্ল্যান নিয়ে। যেখানে পলিসি করার পরেই পেনশন পাওয়া শুরু হয়ে যেতে পারে। ভাবছেন এটা কিভাবে সম্ভব? তাহলে বলি, এলআইসি সরল পেনশন যোজনাতে বিনিয়োগ করলে ৬০ নয় ৪০ বছর বয়স থেকেই পেনশন পেতে পারেন। এমনকি কোনো কারণে যদি পলিসি হোল্ডার মারাও যান সেক্ষেত্রে নোমিনীকে সমস্ত জমা টাকা ফেরত দিয়ে দেওয়া হবে।

কত টাকা বিনিয়োগে কত টাকা পেনশন পাওয়া যাবে?

আপনি যদি LIC এর এই প্ল্যান করেন তাহলে সর্বনিম্ন ১০০০ টাকা পেনশন পাবেন। এরপর আপনার বিনিয়োগের পরিমাণ অনুযায়ী পেনশনের টাকার অঙ্ক বাড়তে থাকবে। শুধু তাই নয় চাইলেন প্রতিমাসে না নিয়ে আপনি তিন মাস বা ছয় মাস অন্তর কিংবা বছরে একবার পেনশন নিতে পারেন। এই অপশন আপনাকে পলিসি করার সময়েই বেছে নিতে হবে।

ধরে নিন কোনো এক ব্যক্তি ৬০ বছর বয়সে এককালীন ১০ লক্ষ টাকা বিনিয়োগ করলেন। সে ক্ষেত্রে প্রতিবছর ৫৮,৯৫০ টাকা পাওয়া যাবে। যেটা মাসিক হিসাব করলে ৪৯১২.৫০ টাকা করে পাওয়া যাবে।

LIC Saral Pension এর বয়স সীমা কত?

এই পলিসি করতে চাইলে আপনার বয়স ৪০ থেকে ৮০ বছরের মধ্যে হতে হবে। আর মজার বিষয় হল আপনি ৪০ বছর বয়সে টাকা দিয়েই পরের মাস থেকে পেনশনের সুবিধা ভোগ করতে পরনে। তাছাড়া চাইলে পলিসি নেওয়ার ছয় মাসের মধ্যে যদি মনে হয় উইথড্রও করে ফেলতে পারবেন।

এখানেও শেষ হয়, এই পলিসিতে মৃত্যুর পর নমিনি টাকা কিভাবে টাকা পাবে সেক্ষেত্রেও দুটি অপসন থাকছে। প্রথম ক্ষেত্রে মূল বিনিয়োগের টাকা নোমিনীকে ফেরত দিয়ে দেওয়া হবে। দ্বিতীয় ক্ষেত্রে স্বামী-স্ত্রী একসাথে পলিসি করলে স্বামীর নাম যদি পলিসি হয় সে ক্ষেত্রে স্বামী বেঁচে থাকালীন পেনশন পাবেন ও মৃত্যুর পর স্ত্রী পেনশন পাবেন।

site