• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সিসিটিভি বন্দী চিতা বাঘের শিকারের জন্য বিশাল লাফ! অবাক করা এই ভিডিও শেয়ার হতেই ভাইরাল নেটদুনিয়ায়

রোজ কত ভিডিওই তো ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। তবে তাদের মধ্যে কিছু ভিডিও সত্যি অবাক করে দেবার মোট। এই যেমন ধরুন শিকারের ভিডিও।কত অদ্ভুত রকমের সব কৌশলে বিভিন্ন পশুপাখিরা শিকার করে থাকে। তাদের শিকারের পদ্ধতিগুলি সত্যিই দেখবার মত।

এবার সোশ্যাল মিডিয়াতে একটি শিকারের ভিডিও ভাইরাল হয়ে পড়েছে। আমরা সকলেই জানি পশুদের জগতে তো বটেই মানুষের জগতেও সব চাইতে দ্রুত প্রাণী হল চিতা বাঘ। এরা যখন শিকার করে তখন বীভৎস দ্রুত গতিতে দৌড়াই সাথে বিশাল লম্বা লাফ দিতে পারে। চিতা বাঘ শিকারকে প্রথমে দৌড়ে তাড়া করে ও শেষে এক লাফে ঝাঁপিয়ে পরে শিকারের ওপর ও তাকে মেরে ফেলে। এবার চিতা বাঘের একটি শিকারের ছোট্ট ভিডিও ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। সেই দৃশ্যই ভাইরাল হয়ে পড়েছে।

   

মাত্র ৯ সেকেন্ডের এই ভিডিওটি কোনো একটি বাড়ির সিসিটিভি ফুটেজ।  যেখানে দেখা যাচ্ছে কোনো একটি ছোট প্রাণী হয়তো বা একটি বিড়াল দৌড়ে পালিয়ে যাচ্ছে বাড়ির লোহার গেটের তোলা দিয়ে। তার মুহূর্তের মধ্যেই একটি চিতা বাঘ সেই লোহার গেটটির ওপর দিতে দেখা যায়! যদিও চিতা বাঘটি আদৌ তার শিকার ধরতে সক্ষম হয়েছিল কিনা তা স্পষ্ট নয় ভিডিওতে, তবে চিতা বাঘের শিকার করার জন্য এই লাফ নেটিজেনদের নজর কেড়ে নিয়েছে।

সুশান্ত নান্দা নামক এক ব্যক্তি নিজের সোশ্যাল মিডিয়াতে ভিডিওটি শেয়ার করেছেন। সাথে তিনি লিখেছেন, ‘ অস্তিত্বের জন্য সংগ্রাম। চিতা বাঘটিটার শিকারের পিছনে ধাওয়া করছে। আমরা জানি চিতা বাঘ ২০ ফুট অবধি লাফ দিতে পারে।সাথে নিজেকে হওয়াতে ১০ ফুট অবধি তুলে দিতে সক্ষম’। শেয়ার হবার পর থেকেই নেটিজনদের ভিড় বাড়তে থাকে ভিডিওটি দেখার জন্য। ইতিমধ্যেই ভিডিওটিতে দর্শকের সংখ্যা ছাড়িয়েছে ১০ হাজার।

 

site