• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সংগীত জগতে নক্ষত্র পতন ! ৮২ বছর বয়সেই সুরের দেশে পাড়ি দিলেন গজল গায়ক ভুপিন্দর সিং  

Published on:

প্রয়াত,Passes Away,ভূপিন্দর সিং,Bhupinder Singh,গজল,Gajal

ফের একবার শোকের ছায়া দেশের গোটা দেশের সঙ্গীর জগতে। গতকাল অর্থাৎ সোমবার সন্ধ্যাতেই প্রয়াত (Passes Away) হয়েছেন প্রখ্যাত গায়ক ভূপিন্দর সিং (Bhupinder Singh)। জানা গিয়েছে মৃত্যুকালে শিল্পীর বয়স হয়েছিল ৮২ বছর।  কিংবদন্তি এই শিল্পীর প্রয়াণে এক গভীর শূন্যতা তৈরি হয়েছে ভারতীয় গজল (Gajal) সংগীত ঘরানায়। প্রসঙ্গত মূলত গজল শিল্পী হিসাবেই  বিশাল নাম ডাক ছিল এই শিল্পীর।

এদিন তাঁর মৃত্যুর সাথে সাথেই  শেষ হয়েছে ভারতীয় সংগীত জগতের এক বিরাট অধ্যায়ের। মিডিয়া রিপোর্ট অনুযায়ী খবর করোনাভাইরাসের পরবর্তী জটিলতায় বেশ কিছুদিন ধরেই ভুগছিলেন এই শিল্পী। তাঁর স্ত্রী তথা গায়িকা মিতালী সিং-এর কথায় জানা গিয়েছে, কোলন ক্যান্সারও বাসা বেধেছিল এই শিল্পীর শরীরে। জানা গিয়েছে বিগত ৮ থেকে ১০ দিন ধরেই তিনি মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি ছিলেন।

প্রয়াত,Passes Away,ভূপিন্দর সিং,Bhupinder Singh,গজল,Gajal

তার ইউরিন ইনফেকশন ধরা পড়েছিল। কিন্তু হাসপাতালে ভর্তি হওয়ার পর করনা পরীক্ষা করলে রিপোর্ট পজেটিভ আসে। এছাড়া তিনি কোলন ক্যান্সারেও ভুগছিলেন।  গতকাল অর্থাৎ সোমবার ৭টা ৪৫ মিনিট নাগাদ চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে প্রয়াত হয়েছেন এই সংগীতশিল্পী। তাঁর প্রয়াণে শোকোস্তব্ধ গোটা বিনোদন জগত।

প্রয়াত,Passes Away,ভূপিন্দর সিং,Bhupinder Singh,গজল,Gajal

দীর্ঘ ক্যারিয়ার তিনি গান গেয়েছেন লতা মঙ্গেশকর থেকে শুরু করে আশা ভোঁসলে এবং বাপ্পি লাহিড়ীর মত নামজাদা সব সঙ্গীত শিল্পীদের সাথে। তার গাওয়া জনপ্রিয় গানগুলি মধ্যে অন্যতম হলো ‘নাম গুম জায়েগা’, ‘এক আকেলা ইস শহর মে’, ‘থোড়ি সি জামিন থোরাসা আসমান’, ‘দিল ঢুন্ডা হে’, ‘দো দিবানে শহরে মে’ ইত্যাদি।

প্রয়াত,Passes Away,ভূপিন্দর সিং,Bhupinder Singh,গজল,Gajal

শিল্পীর স্ত্রী মিতালী সিং জানিয়েছেন আজ অর্থাৎ মঙ্গলবার  শিল্পীর শেষকৃত্য সম্পন্ন হবে। ভূপেন্দর সিং এর প্রয়াণে একের পর এক শোকবার্তায় জানিয়েছেন  বলিউডের একাধিক তারকা। এই তালিকায়  একদিকে যেমন হয়েছেন বলিউডের সিংঘম  অজয় দেবগন তেমনই রয়েছে বিশাল দাদলানি শেখার সুমান সহ তারকা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥