• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ওসবের চাইতে চাইতে কার্টুন দেখা ভালো! ধারাবাহিক বিষয়বস্তু নিয়ে বিরক্ত প্রকাশ লিলি চক্রবর্তীর

Published on:

better watch cartoon than Serials said Lily Chakraborty on interview

বাংলা ইন্ডাস্ট্রির জনপ্রিয় একজন বর্ষীয়ান অভিনেত্রী হলেন লিলি চক্রবর্তী (Lily Chakraborty)। ছোট পর্দা থেকে বড় পর্দা বাংলা বিনোদন জগতের উভয় মাধ্যমেই দাপিয়ে অভিনয় করেছেন এই সুন্দরী অভিনেত্রী। বাংলা ইন্ডাস্ট্রির দাপুটে এই অভিনেত্রীর বর্তমান বয়স ৮১ বছর। ‘বয়স একটা সংখ্যা মাত্র’ একথা অবলীলায় বলা যায় তাঁর ক্ষেত্রে।

তাই এই বয়সে এসেও কখনও বড়পর্দা আবার কখনও ছোটপর্দা দাপিয়ে অভিনয় করে চলেছেন লিলি চক্রবর্তী যা নিঃসন্দেহে আজকের প্রজন্মের কাছে অনুপ্রেরণার। এই মুহূর্তে তাঁকে দেখা যাচ্ছে জি বাংলার জনপ্রিয় মেগা সিরিয়াল ‘নিম ফুলের মধু’ (Nim Phuler Modhu)-তে। এই ধারাবাহিকে নায়ক সৃজন-পর্ণার ঠাম্মার চরিত্রে অভিনয় করছেন তিনি।

লিলি চক্রবর্তী,Lily Chakraborty,বাংলা সিরিয়াল,Bengali Serial,বাংলা সিনেমা,Bengali Cinema,নিম ফুলের মধু,Nim Phuler Modhu

এরইমধ্যে সম্প্রতি এই সময়ের সাথে খোলামেলা সাক্ষাৎকারে বসেছিলেন এই বর্ষীয়ান অভিনেত্রী। সেখানে  তিনি জানিয়েছেন মাঝে তিনি নাকি  ঠিকই করে নিয়েছিলেন মেগা সিরিয়ালে ফিরবেন না। অভিনেত্রী নিজের মুখেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন ‘তিনি মনে করেন বাংলা সিরিয়াল দেখার থেকে কার্টুন দেখা ভালো’। কিন্তু তারপরেও তার কাছে নিম ফুলের মধুর মতো সিরিয়ালে বাড়ির কর্ত্রীর চরিত্রে অভিনয়ের সুযোগ আসে যা তিনি আর ফিরিয়ে দিতে পারেননি।

Lily Chakraborty

দীর্ঘ ৬২ বছরের অভিনয় জীবন লিলি চক্রবর্তীর। এই দীর্ঘ অভিনয় জীবনে তিনি দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য হিট ছবি। বাংলা সিনেমার স্বর্ণযুগের এই অভিনেত্রী তাঁর দীর্ঘ দিনের অভিনয় জীবনে অভিনয় করেছেন উত্তম কুমার, তুলসী চক্রবর্তী,সৌমিত্র চট্টোপাধ্যায় এবং অমিতাভ বচ্চনের মতো কিংবদন্তি সব অভিনেতাদের সাথে।

লিলি চক্রবর্তী,Lily Chakraborty,বাংলা সিরিয়াল,Bengali Serial,বাংলা সিনেমা,Bengali Cinema,নিম ফুলের মধু,Nim Phuler Modhu

জানা যায় বাংলা চলচ্চিত্র জগতের কালজয়ী সিনেমা ‘ভানু পেল লটারী’ র হাত ধরেই অভিনয়ে হাতে খড়ি হয়ছিল লিলি চক্রবর্তীর। সৌমিত্র চাওট্টোপাধ্যায়ের শেষ সিনেমাতেও অভিনয় করেছেন এই বর্ষীয়ান অভিনেত্রী।  প্রসঙ্গত এদিন কথায় কথায় নতুন সিরিয়াল ‘নিম ফুলের মধু’-তে শুটিংয়ের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে প্রথমেই তিনি জানান সাঁতার না জেনেও ডুবে যাওয়ার দৃশ্য করতে গিয়ে প্রথমে বেশ ভয় পেয়েছিলেন তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥