বাংলার সিরিয়াল প্রেমী দর্শকদের কাছে অত্যন্ত পরিচিত একটি নাম হল লীনা গঙ্গোপাধ্যায় (Leena Ganguly)। এই মুহূর্তে বাংলার প্রথম সারির বিনোদনমূলক চ্যানেল স্টার জলসার একাধিক জনপ্রিয় মেগা সিরিয়ালের (Mega Serial) লেখিকা তিনি। শুধু তাই নয় আরও একাধিক পরিচয় রয়েছে তাঁর। তিনি হলেন রাজ্য মহিলা কমিশনের সদস্য থেকে সফল চিত্রনাট্যকার, এবং প্রযোজক।
এতকিছু সামলেই তিনি এই মুহূর্তে বাংলা ইন্ডাস্ট্রির ব্যাস্ততম চিত্রনাট্য লেখিকা। বর্তমানে তাঁরই লেখা ‘ধূলোকণা’ থেকে ‘একাদোক্কা’ কিংবা ‘গুড্ডি’। লীনা গাঙ্গুলির লেখা একাধিক সিরিয়াল এখন রমরমিয়ে চলছে টিভির পর্দায়। প্রসঙ্গত এখন দিনে দিনে দর্শকমহলে বাড়ছে বাংলা সিরিয়ালের চাহিদা। তাই দর্শকদের চাহিদার কথা মাথায় রেখেই এখন সিরিয়ালের বিষয়বস্তুতেও আনা হচ্ছে নতুনত্ব। বিকেল পাঁচটা থেকে শুরু করে রাত এগারোটা পর্যন্ত প্রতিদিন বাংলার প্রত্যেক বাড়ির ড্রয়িং রুমে বসে একের পর এক ভিন্ন স্বাদের সিরিয়ালের মেলা।
সিরিয়ালপ্রেমী দর্শকদের মধ্যে কেউ জি বাংলা সিরিয়ালের ফ্যান তো কেউ স্টার জলসার সিরিয়ালের ফ্যান।সিরিয়াল কেউ ব্লুজ প্রোডাকশনের সিরিয়াল ভালোবাসেন তো কেউ ম্যাজিক মোমেন্টসের সিরিয়াল পছন্দ করেন। আর তা নিয়েই ভক্তদের মধ্যে চলতেই থাকে তর্ক বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ফ্যান পেজ গুলোর দিকে নজর দিলেই তা বোঝা যায় হামেশাই।
আজকালকার দিনে যে কোন সিরিয়াল মানেই, শেষ কথা বলে টিআরপি। টিআরপি দৌড়ে পিছিয়ে থাকতে না পারলে অকারণে সেই সিরিয়াল আর টেনে বড় না করে মাঝপথেই শেষ করে দেওয়া হয় সেই সিরিয়াল। তবে যে যাই বলুন না কেন দর্শকমহলে কিন্তু লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ের লেখা সিরিয়ালের কিন্তু একটা আলাদাই ফ্যান ফলোয়িং রয়েছে। তাদের মধ্যেই একজন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় লেখিকার প্রশংসায় (Praise) পঞ্চমুখ হয়েছিলেন।
সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে লেখিকার নাম নিয়ে ওই নেটিজেন (Netizen) জানিয়েছেন লীনা গাঙ্গুলীর গল্পে নাকি সবসময় নতুন কিছু না থেকেই থাকে। তার তাই তার উদাহরণ দিয়ে সেই অনুরাগী বলেছেন কখনো লেখিকা তার গল্পে দেখিয়েছেন শ্রীময়ীর দিঠির মাসিকের মতো বিষয়। আবার কখনো খড়কুটোর গুনগুনকে ফেল করিয়ে দেওয়া হয়েছিল। যদিও পড়ে তাকে পড়াশোনা করিয়ে পাস করানোর বিষয়েও দেখানো হয়েছে।
শুধু তাই নয় সিরিয়ালের নায়িকা হয়েও গুনগুনের গলা কিন্তু একেবারেই কোকিল কন্ঠী নয় বরং সিরিয়ালে মজা করেই হেড়ে গলায় গান গাইতে দেখা যায় তাকে। এছাড়া এই সিরিয়ালের নায়ক ববিনও কিন্তু তথাকথিতসিক্স প্যাক ওয়ালা হিরো নন। আবার ধূলোকনার ফুলঝুড়িকেও লেখিকা দেখিয়েছেন একেবারে বস্তি থেকে উঠে আসা একজন সাধারণ মেয়ের চরিত্রে হিসাবে। আবার গুড্ডিকে দেখিয়েছেন দুষ্টু বুদ্ধি আর প্রাণশক্তিতে ভরপুর একটি মেয়ে চরিত্রে।